India vs West Indies 2022

India vs West Indies 2022: চহাল দৌড়চ্ছেন না কেন? দ্বিতীয় এক দিনের ম্যাচে অবাক অধিনায়ক রোহিত

তার পরের দুই ওভারেই দু’উইকেট হারিয়ে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

মাঠে ক্রিকেটারদের মধ্যে কী কথা হয় তা কিছুটা ধরা পড়ে স্টাম্প মাইকে। রোহিত শর্মা, বিরাট কোহলী, ঋষভ পন্থদের কিছু কথা দ্বিতীয় এক দিনের ম্যাচেও ধরা পড়ল। তবে রোহিতের একটা কথা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫তম ওভারে। তার আগে মহম্মদ সিরাজের ওভারে ১১ রান নেয় ক্যারিবিয়ানরা। ওডিন স্মিথের ব্যাটে রান আসছিল সেই সময়। রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ফিল্ডারের জায়গা পাল্টানোর সময় যুজবেন্দ্র চহালের উদ্দেশে রোহিত বলেন, “কী হয়েছে তোর? দৌড়চ্ছিস না কেন? যা, ও দিকে যা।”

Advertisement

তার পরের দুই ওভারেই দু’উইকেট হারিয়ে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে নেয় ভারত। সেই সঙ্গে সিরিজও পকেটে তাদের। সাদা বলের ক্রিকেটে ঘরের মাঠে এই জয় অধিনায়ক রোহিতের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়াবে।

এক দিনের সিরিজের শেষ ম্যাচ শুক্রবার। আমদাবাদে সেই লড়াই জিতে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম (হোয়াইট ওয়াশ) করতে চাইবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement