রবি শাস্ত্রী। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে কারা সুযোগ পাবেন? অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে প্রশ্নটা ঘুরছে। চেষ্টা চলছে প্রত্যেককে সমান ভাবে সুযোগ দেওয়ার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তেমনই অনেকে জায়গা পাচ্ছেন। রবি শাস্ত্রী দু’জন অলরাউন্ডারকে খুঁজে বের করলেন, যাঁরা ভারতীয় দলে দারুণ ভারসাম্য এনে দিতে পারেন। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ভারতের প্রাক্তন কোচ সব ফরম্যাটের কথা ভেবেই এই দু’জনকে বেছে নিয়েছেন।
শাস্ত্রীর মতে, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল আগামিদিনে ভারতীয় দলে যথেষ্ট ভারসাম্য দিতে পারেন। দুই অলরাউন্ডারকেই কাছ থেকে দেখেছেন শাস্ত্রী। তার ভিত্তিতে বলেছেন, “জাডেজা অনেক উন্নতি করেছে। এই দলে ওর ভূমিকা কী, সেটা এখন ভাল বুঝতে পেরেছে। আমার মতে, এই সফরে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে অক্ষর পটেলের। ও বুঝতে পারছিল যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করছে না। এই সফরে নিজের আসল খেলাটা বের করে এনেছে ও।”
শাস্ত্রীর সংযোজন, “দু’জন ক্রিকেটারেরই অনেক প্রতিভা রয়েছে। ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে পারে ওরা। এ ভাবে খেলতে থাকলে ভারতীয় দলে অনেক বেশি ভারসাম্য তৈরি হবে।” প্রসঙ্গত, এক দিনের সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেন অক্ষর। বল হাতেও তাঁর পারফরম্যান্স সন্তোষজনক। জাডেজা এক দিনের সিরিজে না খেললেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভাল বোলিং করেছেন।