দারুণ খেললেন রোহিত
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। এ বার ফিরে গেলেন পন্থ।
বড় শট মারতে গিয়ে উইকেট খোয়ালেন ঈশান। ২৮ রানে ফিরলেন তিনি।
প্রথম দুই বলে চার মেরে তৃতীয় বলেই ফিরলেন কোহলী। আচমকাই চাপে ভারত।
রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন রোহিত। যোগ্য সঙ্গত ঈশানেরও।
শেষ উইকেট নিলেন চহাল। ভারতের জিততে চাই ১৭৭ রান।
ড্রাইভ করতে গিয়ে ওয়াশিংটনের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন অ্যালেন (২৯)।
৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান ভারতের। জেসন হোল্ডার ২১ ও ফ্যাবিয়েন অ্যালেন ১৯ রান করে খেলছেন।
আকিল হোসেনকে আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ৭৯ রানে ৭ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
১২ রান করে চহালের বলে আউট হলেন ব্রুকস। ২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৭৮।
প্রথম ওভারেই নিকোলাস পুরানকে আউট করলেন যুজবেন্দ্র চহাল। পরের বলেই তাঁর শিকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৭১।
একই ওভারে ড্যারেন ব্র্যাভোকেও আউট করলেন ওয়াশিংটন। ১৮ রান করেন ব্র্যাভো। ৪৫ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
১৩ রান করে আউট হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব।
১০ ওভারে ৩৯ রান ওয়েস্ট ইন্ডিজের। ড্যারেন ব্র্যাভো ১৫ ও ব্র্যান্ডন কিং ১২ রান করে খেলছেন।
মহম্মদ সিরাজের বলে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ১৩ রানে প্রথম উইকেট পড়ল। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২০।
প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামলেন বিরাট কোহলী, রোহিত শর্মারা।
ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েক জন তরুণকে। ভারতীয় দল- রোহিত শর্মা, ঈশান কিশন, বিরাট কোহলী, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।