Virat Kohli

Virat Kohli: বুমরাকে নকল করলেন বিরাট, হাসিতে লুটোপুটি খেলেন সতীর্থরা

মাঠের পারফরম্যান্স প্রভাব ফেলেনি ক্রিকেটারদের মধ্যেকার সম্পর্কের সমীকরণে। ভারতীয় দলের সুখি পরিবারের এই এক টুকরো ভিডিয়োই এখন ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৯:০৫
Share:

বুমরাকে নকল করলেন কোহলী। —ফাইল ছবি

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মোহালির প্রথম টেস্টেও সহজ জয় এসেছে। জয়ের ছন্দে থাকা ভারতীয় দল রয়েছে ফুরফুরে মেজাজে। রোহিত শর্মা, বিরাট কোহলীদের সেই মেজাজের ছবিই দেখা গেল বেঙ্গালুরুতে।
ভারতের প্রথম ইনিংসের পরের ঘটনা। মাঠে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শ্রীলঙ্কার ব্যাটাররা তখনও নামেননি। সে সময় মাঠের এক ধারে দাঁড়িয়ে ছিলেন রোহিত, বিরাট-সহ দলের প্রায় সব ক্রিকেটারই। তখনই সতীর্থদের সঙ্গে গল্পের ফাঁকে হঠাৎই যশপ্রীত বুমরাকে নকল করতে শুরু করেন বিরাট। বুমরা বল করার সময় কী ভাবে দৌড়ে আসেন, সতীর্থদের দেখাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক।
বিরাটের কীর্তি দেখে দলের অন্যদের হাসি তখন থামতেই চাইছিল না। বিরাট নিজেও হাসি থামাতে পারছিলেন না। পাশেই দাঁড়িয়ে ছিলেন বুমরা। তিনিও বিরাটের নকল করা দেখে হাসি চাপতে পারেননি।

Advertisement

ভারতীয় দলের ক্রিকেটারদের রসিকতার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টেই ভাল কিছু করতে পারেননি বিরাট। মাঠের পারফরম্যান্স অবশ্য কোনও প্রভাব ফেলেনি ক্রিকেটারদের সম্পর্কের সমীকরণে। ভারতীয় দলের সুখি পরিবারের এই এক টুকরো ভিডিয়োই এখন ভাইরাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement