টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে রোহিত বলেন, ‘‘দেশের অধিনায়কত্ব করব, এটা স্বপ্নেও ভাবিনি। এখনও একটা উত্তেজনা হচ্ছে। ভারতের অধিনায়কত্ব করতে পারাটা বিরাট সম্মানের। এই তালিকায় যুক্ত হতে পেরে আমি গর্বিত।’’
শুক্রবার টসের সময় রোহিত শর্মা। ছবি: পিটিআই
তিনিই যে পাকাপাকি ভাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন, তা অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবু এখনও স্বপ্নের মধ্যে রয়েছেন রোহিত শর্মা। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জেতার পর নতুন অধিনায়ক সে কথাই বললেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে রোহিত বলেন, ‘‘দেশের অধিনায়কত্ব করব, এটা স্বপ্নেও ভাবিনি। এখনও একটা উত্তেজনা হচ্ছে। ভারতের অধিনায়কত্ব করতে পারাটা বিরাট সম্মানের। এই তালিকায় যুক্ত হতে পেরে আমি গর্বিত।’’
কোহলীর ১০০ টেস্ট খেলা নিয়ে রোহিত বলেন, ‘‘খুব বেশি ক্রিকেটার ১০০ টেস্ট খেলতে পারে না। বিরাট এই ম্যাচটার দিকে মুখিয়ে রয়েছে। আমরা সবাই জানি, এটা একটা বিশেষ মুহূর্ত।’’
কেন টস জিতে ব্যাটিং নিয়েছেন, তার ব্যাখ্যা দিয়ে রোহিত বলেন, ‘‘ভারতের উইকেট, পরিবেশ যে রকম হয়, একেবারে সে রকম পরিস্থিতি। তাই প্রথম ইনিংসে বড় রান করে রাখাটা গুরুত্বপূর্ণ।’’