Ravichandran Ashwin

Ravichandran Ashwin: মোহালিতে কপিলকে টপকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অশ্বিন

কপিল ১৩১ টেস্ট খেলে ৪৩৪ উইকেট নেন। সে সময় তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। জীবনের ৮৫ তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৪:৩৬
Share:

রবিচন্দ্রন অশ্বিন। রবিবার মোহালিতে। ছবি: এএফপি

কপিল দেবকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার মোহালিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে পাথুম নিশাঙ্কাকে (৬) সাজঘরে ফিরিয়েই কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেট স্পর্শ করেন অশ্বিন। পরে চরিথ আশালঙ্কাকে (২০) আউট করে ৪৩৫তম টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির জায়গাও নিয়ে নিলেন তামিলনাড়ুর অফ স্পিনার। জীবনের ৮৫তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।

Advertisement

কপিল ১৩১ টেস্ট খেলে ৪৩৪ উইকেট নেন। সে সময় তিনিই ছিলেন বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। এখন সেই তালিকার দশম স্থানে রয়েছেন তিনি। বিশ্বরেকর্ডের বর্তমান মালিক মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার অফস্পিনারের দখলে রয়েছে ৮০০ টেস্ট উইকেট। আর ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অনিল কুম্বলের দখলে ৬১৯ টি উইকেট।

কপিলকে টপকে অশ্বিন এখন বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ভারতের দ্বিতীয়। বিশ্বে তাঁর আগে অষ্টম স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের ঝুলিতে টেস্ট উইকেট সংখ্যা ৪৩৯। তাঁকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই ছাড়িয়ে যেতে পারেন অশ্বিন।

Advertisement

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী সদ্য প্রয়াত শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকার দখলে রয়েছে ৭০৮টি টেস্ট উইকেট। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (৬৪০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement