দাসুন শনাকা। ফাইল ছবি
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা। সোমবার ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ লখনউ এবং বাকি দু’টি ম্যাচ হবে ধর্মশালাতে। দলকে নেতৃত্ব দেবেন দাসুন শনাকা।
চোটের কারণে তিন ক্রিকেটার ছিটকে গিয়েছেন। তাঁরা হলেন আবিষ্কার ফার্নান্ডো, নুয়ান থুশারা এবং রমেশ মেন্ডিস। সহকারী অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে চরিত আসালঙ্কাকে। এ ছাড়া দলে রয়েছেন কুশল মেন্ডিস, পথুম নিশঙ্ক, দীনেশ চন্ডীমল এবং দানুষ্কা গুণতিলকের মতো ক্রিকেটার।
তবে দলের সব থেকে বড় শক্তি নিঃসন্দেহে ওয়ানিন্দু হাসরঙ্গা, যিনি সম্প্রতি আইপিএল নিলামে ১০.৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। এ ছাড়া স্পিন বিভাগে মহেশ থিকশানা এবং জেফ্রি ভ্যান্ডারসে থাকছেন। রয়েছেন আশিয়ান ড্যানিয়েলও। তবে মন্ত্রীসভা ছাড় দিলে তবেই তিনি খেলতে পারবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে খেলতে আসছে শ্রীলঙ্কা। প্রথম চারটি ম্যাচে হারার পর শেষ ম্যাচে হার বাঁচায় তারা।