দক্ষিণ আফ্রিকার ইনিংসকে টানছেন মিলার। ছবি: টুইটার।
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চাই ৪ বলে ৩০ রান।
১৯ ওভার শেষ। ডি’কক (৬২) এবং মিলার (৯৩) খেলছেন। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চাই ৬ বলে ৩৭ রান।
১৮ ওভার শেষ। ডি’কক (৬১) এবং মিলার (৭০) খেলছেন। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চাই ১২ বলে ৬৩ রান।
১৭ ওভার শেষ। ডি’কক (৫৩) এবং মিলার (৬৮) খেলছেন। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চাই ১৮ বলে ৭৪ রান।
১৬ ওভার শেষ। ডি’কক (৫০) এবং মিলার (৬৩) খেলছেন। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চাই ২৪ বলে ৮২ রান।
১৫ ওভার শেষ। ডি’কক (৪৯) এবং মিলার (৫১) খেলছেন।
১৪ ওভার শেষ। ডি’কক (৩০) এবং মিলার (৫১) খেলছেন। দক্ষিণ আফ্রিকার চাই ৩৬ বলে ১১৪ রান।
১৩ ওভার শেষ। ডি’কক (২৭) এবং মিলার (৪২) খেলছেন। দক্ষিণ আফ্রিকার চাই ৪২ বলে ১২৮ রান।
১২ ওভার শেষ। ডি’কক (২৪) এবং মিলার (৩৯) খেলছেন। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার চাই ৪৮ বলে ১৩৬ রান।
১১ ওভার শেষ। ডি’কক (২২) এবং মিলার (২২) খেলছেন।
১০ ওভার শেষ। ডি’কক (২১) এবং মিলার (১০) খেলছেন। দক্ষিণ আফ্রিকার চাই ৬০ বলে ১৬৮ রান।
৯ ওভার শেষ। ডি’কক (১৯) এবং মিলার (৮) খেলছেন।
৮ ওভার শেষ। ডি’কক (১৩) এবং মিলার (৩) খেলছেন।
৭ ওভার শেষ। ডি’কক (১০) এবং মিলার (১) খেলছেন। ৭৮ বলে ১৮৯ রান চাই দক্ষিণ আফ্রিকার।
৩৩ রান করে অক্ষরের বলে আউট মার্করাম। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪৭।
৬ ওভার শেষ। ডি’কক (৯) এবং মার্করাম (৩০) খেলছেন।
৫ ওভার শেষ। ডি’কক (৭) এবং মার্করাম (১৭) খেলছেন।
৪ ওভার শেষ। ডিকক (৬) এবং মার্করাম (১১) খেলছেন।