তখন পর পর উইকেট পড়ছে দক্ষিণ আফ্রিকার। উল্লাস রোহিতদের। ছবি: পিটিআই
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় দারুণ ভাবে শুরু করল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিলেন রোহিত শর্মারা। কী করে এল জয়? পাঁচ কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন। এক, আরশদীপ সিংহের দুর্দান্ত বোলিং। নিজের প্রথম ওভারেই তিন উইকেট। তুলে নেন কুইন্টন ডি’কক, রিলি রোসৌ, ডেভিড মিলারকে। ডি’কক এক রান করেন। রোসৌ, মিলার কোনও রান করতে পারেননি।
দুই, তার আগে ম্যাচের প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে ফিরিয়ে দেন দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা অধিনায়কও কোনও রান করতে পারেননি।
তিন, তৃতীয় ওভারে চাহার বল করতে এসে ফিরিয়ে দেন ট্রিস্টান স্টাবসকে। তিনিও কোনও রান করতে পারেননি। মাত্র ন’রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে যাওয়ার পরে দক্ষিণ আফ্রিকার পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব ছিল। প্রথম তিন ওভারেই ম্যাচ জিতে যায় ভারত।
চার, আরশদীপ, চাহার ছাড়াও ভাল বল করেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর চার ওভারে মাত্র আট রান ওঠে।
পাঁচ, ব্যাট করার সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পর পর হারিয়ে ভারতও চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে টানেন কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব। দু’জনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ হয়।