টেস্টে সপ্তম বার পাঁচ উইকেট নিলেন বুমরা। ছবি: এএফপি
দিনের দ্বিতীয় বলেই যশপ্রীত বুমরা বুঝিয়ে দিয়েছিলেন দিনটা তাঁর। শুরু করেছিলেন এডেন মার্করামকে (২২ বলে ৮ রান) ফিরিয়ে, শেষ করলেন লুঙ্গি এনগিডিকে (১৭ বলে ৩ রান) দিয়ে। মাঝে প্রায় সব ব্যাটারকেই ভুগিয়েছেন বুমরা। প্রথম দিন ডিন এলগারকেও (১৬ বলে ৩ রান) ফিরিয়ে দিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৩ রানে লিড নেয় ভারত। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার থেকে ৭০ রানে এগিয়ে তারা।
কিগান পিটারসেন ছাড়া আর কেউই দক্ষিণ আফ্রিকার হয়ে সেই ভাবে দাগ কাটতে পারেননি। ৭২ রান করেন তিনি। টেস্টে এটাই তাঁর সেরা ইনিংস। দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনিই। রাতপ্রহরী হিসাবে নামা কেশব মহারাজ ২৫ রান করেন। তাঁকে ফেরান উমেশ যাদব। তিনি ফিরলে দুসেনকে নিয়ে ইনিংস গড়েন পিটারসেন। ৬৭ রানের জুটি গড়েন তাঁরা। মধ্যাহ্নভোজের পর মাঠে ফিরে দুসেনকে (৫৪ বলে ২১ রান) আউট করেন উমেশ।
সেই জুটির পর বাভুমা এবং পিটারসেনের দিকে তাকিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ৪৭ রানের জুটি গড়েন তাঁরা। এক ওভারে বাভুমা এবং উইকেটরক্ষক ভেরেইনকে ফিরিয়ে দেন শামি। বাকি কাজটা করেন বুমরা এবং শার্দূল। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২১০ রানে।
ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত। ময়াঙ্ক ফেরেন ১৫ বলে ৭ রান করে। রাহুল আউট হন ব্যক্তিগত ১০ রানে। ভারতের স্কোর তখন ২৪/২। রাবাডারা চাপ বাড়াতে শুরু করেন কোহলীদের উপর। কিন্তু শেষবেলাটা সামলে দেন পুজারা (৯ রানে অপরাজিত) এবং কোহলী (১৪ রানে অপরাজিত)। দিনের শেষে ভারতের স্কোর ৫৭/২।