ছবি: টুইটার থেকে
দ্বিতীয় দিনেও ১১টি উইকেট পড়ল। ৭০ রানে এগিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন পুজারা এবং কোহলী।
জানসেনের বলে ফিরলেন রাহুল। ২২ বলে ১০ রান করলেন তিনি। দুই ওপেনারকেই ফিরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
টেস্টে সপ্তম বার পাঁচ উইকেট নিলেন বুমরা। এনগিডিকে ফিরিয়ে দিলেন তিনি। ২৭টি টেস্ট খেলে সাত বার পাঁচ উইকেট নিলেন তিনি।
এই টেস্টে প্রথম উইকেট পেলেন শার্দূল। রাবাডার উইকেট তুলে নিলেন তিনি। নয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
এই উইকেটের প্রতিক্ষাতেই ছিল ভারত। পুজারার হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পিটারসেন।
জানসেনের স্টাম্প ছিটকে দিলেন বুমরা। চা বিরতিতে যাওয়ার আগে ফের সাফল্য ভারতের। সাত উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের থেকে এখনও ৪৭ রানে পিছিয়ে তারা।
এক ওভারে বাভুমা এবং ভেরেইনকে ফিরিয়ে দিলেন শামি। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিল ভারত।
টেস্টে দ্বিতীয় পঞ্চাশ করে ফেললেন পিটারসেন। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাঁর লড়াই চলছে। দুসেন ফিরলে বাভুমাকে নিয়ে জুটি গড়ার লক্ষ্যে পিটারসেন।
দুসেনকে ফেরালেন উমেশ। স্লিপে কোহলীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দুসেন। চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৫৪ বলে ২১ রান করেন দুসেন।
দিনের শুরু থেকেই দাপট ছিল ভারতীয় পেসারদের। তবে পিটারসেন এবং দুসেন রুখে দাঁড়ালেন তাঁদের বিরুদ্ধে। দিনের প্রথম সেশনে দুই উইকেট হারালেও ৮৩ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
ভারতের বোলিং আক্রমণকে সামলে ৫০ রানের জুটি গড়ে ফেললেন পিটারসেন এবং দুসেন। একাধিক বার আউটের আবেদন উঠলেও এখনও অবধি ক্রিজে টিকে রয়েছেন তাঁরা।
শার্দূলের এই ওভারের তৃতীয় বলে আউটের আবেদন করে ভারত। আম্পায়ার আউট দেননি। শার্দূল নিশ্চিত ছিলেন পিটারসেন এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নেন কোহলী। কিন্তু সেখানে দেখা যায় বল উইকেটের উপরে রয়েছে। শেষ বলে দুসেনের ব্যাটে লেগে স্লিপের দিকে বল যায়। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলীর কাছে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায় বল।
উইকেট এনে দিলেন উমেশ। মহারাজকে বোল্ড করলেন তিনি। ৪৫ বলে ২৫ রান করে আউট তিনি।
দ্বিতীয় দিনে শুরু করেছিলেন শামি এবং বুমরা। ১৯তম ওভারে বুমরার বদলে উমেশকে আক্রমণে নিয়ে এলেন কোহলী। তাঁর প্রথম ওভারেই এলবিডব্লিউ-র আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার তা নাকচ করে দেন। রিভিউ নেয়নি ভারত।
শামির বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন পিটারসেন। কিন্তু আঙুলে লাগলেও বল ধরতে পারলেন না রাহুল। বল আর একটু গেলে ধরে ফেলতে পারতেন তিনি। কঠিন ক্যাচ ছিল।
দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখাতে শুরু করলেন ভারতের দুই পেসার। রাতপ্রহরী হিসাবে প্রথম দিন খেলতে নামা মহারাজকে অসুবিধায় ফেলছেন তাঁরা। বুমরার একটি ইনসুইং উইকেটের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। সেই বল আর একটু নীচে থাকলে আউট হতেই পারতেন মহারাজ।
বুমরার বলের সুইং বুঝতে না পেরে বল ছাড়েন মার্করাম। দিনের দ্বিতীয় বলেই তাঁকে বোল্ড করলেন ভারতীয় পেসার।