India vs South Africa 2021-22

বুমরার পাঁচ উইকেট, কেমন ছিল কেপ টাউনে দ্বিতীয় দিনের খেলা

প্রথম দিনে ব্যাট করতে নেমে ২২৩ রানে শেষ হয়ে যায় ভারত। প্রায় একা লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলী। তিনি ৭৯ রানের ইনিংস খেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:৫৮
Share:

ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২১:৪১ key status

৭০ রানে এগিয়ে ভারত

দ্বিতীয় দিনেও ১১টি উইকেট পড়ল। ৭০ রানে এগিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন পুজারা এবং কোহলী।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:৫১ key status

আউট রাহুল

জানসেনের বলে ফিরলেন রাহুল। ২২ বলে ১০ রান করলেন তিনি। দুই ওপেনারকেই ফিরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:৫০ key status

আউট ময়াঙ্ক

ময়াঙ্ককে ফেরালেন রাবাডা। ১৫ বলে ৭ রান করলেন তিনি।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:৩২ key status

১৩ রানে লিড নিয়েছে ভারত

প্রথম ইনিংসে ১৩ রানে লিড নিয়েছে ভারত। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:১১ key status

পাঁচ উইকেট নিলেন বুমরা

টেস্টে সপ্তম বার পাঁচ উইকেট নিলেন বুমরা। এনগিডিকে ফিরিয়ে দিলেন তিনি। ২৭টি টেস্ট খেলে সাত বার পাঁচ উইকেট নিলেন তিনি। 

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৯:৫৩ key status

উইকেট পেলেন শার্দূল

এই টেস্টে প্রথম উইকেট পেলেন শার্দূল। রাবাডার উইকেট তুলে নিলেন তিনি। নয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৯:১২ key status

পিটারসেনকে ফেরালেন বুমরা

এই উইকেটের প্রতিক্ষাতেই ছিল ভারত। পুজারার হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পিটারসেন। 

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৮:৪৩ key status

বুমরার তৃতীয় উইকেট

জানসেনের স্টাম্প ছিটকে দিলেন বুমরা। চা বিরতিতে যাওয়ার আগে ফের সাফল্য ভারতের। সাত উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের থেকে এখনও ৪৭ রানে পিছিয়ে তারা।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৮:১২ key status

জোড়া ধাক্কা দিলেন শামি

এক ওভারে বাভুমা এবং ভেরেইনকে ফিরিয়ে দিলেন শামি। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিল ভারত।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৭:০৯

পঞ্চাশ করলেন পিটারসেন

টেস্টে দ্বিতীয় পঞ্চাশ করে ফেললেন পিটারসেন। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাঁর লড়াই চলছে। দুসেন ফিরলে বাভুমাকে নিয়ে জুটি গড়ার লক্ষ্যে পিটারসেন।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৭:০৮ key status

ভাঙল জুটি

দুসেনকে ফেরালেন উমেশ। স্লিপে কোহলীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দুসেন। চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৫৪ বলে ২১ রান করেন দুসেন।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৬:০৯ key status

মধ্যাহ্নভোজে ভারত-দক্ষিণ আফ্রিকা

দিনের শুরু থেকেই দাপট ছিল ভারতীয় পেসারদের। তবে পিটারসেন এবং দুসেন রুখে দাঁড়ালেন তাঁদের বিরুদ্ধে। দিনের প্রথম সেশনে দুই উইকেট হারালেও ৮৩ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৫:৫৭

৫০ রানের জুটি

ভারতের বোলিং আক্রমণকে সামলে ৫০ রানের জুটি গড়ে ফেললেন পিটারসেন এবং দুসেন। একাধিক বার আউটের আবেদন উঠলেও এখনও অবধি ক্রিজে টিকে রয়েছেন তাঁরা।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৫:১৩

ঘটনাবহুল ২২তম ওভার

শার্দূলের এই ওভারের তৃতীয় বলে আউটের আবেদন করে ভারত। আম্পায়ার আউট দেননি। শার্দূল নিশ্চিত ছিলেন পিটারসেন এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নেন কোহলী। কিন্তু সেখানে দেখা যায় বল উইকেটের উপরে রয়েছে। শেষ বলে দুসেনের ব্যাটে লেগে স্লিপের দিকে বল যায়। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলীর কাছে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায় বল।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:৫৮ key status

আউট মহারাজ

উইকেট এনে দিলেন উমেশ। মহারাজকে বোল্ড করলেন তিনি। ৪৫ বলে ২৫ রান করে আউট তিনি।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:৫০

বোলার পরিবর্তন

দ্বিতীয় দিনে শুরু করেছিলেন শামি এবং বুমরা। ১৯তম ওভারে বুমরার বদলে উমেশকে আক্রমণে নিয়ে এলেন কোহলী। তাঁর প্রথম ওভারেই এলবিডব্লিউ-র আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার তা নাকচ করে দেন। রিভিউ নেয়নি ভারত।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:৩৭

ক্যাচ ফেললেন রাহুল

শামির বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন পিটারসেন। কিন্তু আঙুলে লাগলেও বল ধরতে পারলেন না রাহুল। বল আর একটু গেলে ধরে ফেলতে পারতেন তিনি। কঠিন ক্যাচ ছিল।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:২২

বুমরা-শামির দাপট

দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখাতে শুরু করলেন ভারতের দুই পেসার। রাতপ্রহরী হিসাবে প্রথম দিন খেলতে নামা মহারাজকে অসুবিধায় ফেলছেন তাঁরা। বুমরার একটি ইনসুইং উইকেটের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। সেই বল আর একটু নীচে থাকলে আউট হতেই পারতেন মহারাজ।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:০৫ key status

শুরুতেই উইকেট নিলেন বুমরা

বুমরার বলের সুইং বুঝতে না পেরে বল ছাড়েন মার্করাম। দিনের দ্বিতীয় বলেই তাঁকে বোল্ড করলেন ভারতীয় পেসার।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:৫৯ key status

প্রথম দিনে ২২৩ রান করে ভারত

প্রথম দিনে ব্যাট করতে নেমে ২২৩ রানে শেষ হয়ে যায় ভারত। প্রায় একা লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলী। তিনি ৭৯ রানের ইনিংস খেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement