Virat Kohli

India vs New Zealand 2021: এই বছর ১০টি টেস্ট খেলে তৃতীয় বার টস জিতলেন বিরাট কোহলী

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলী বলেন, ‘‘বেশ শক্ত উইকেট। বেশি ঘাস নেই। রোদও উঠেছে। এটাই ব্যাট করে নেওয়ার সেরা সময়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১২:৪৯
Share:

টস জিতলেন কোহলী ছবি: টুইটার থেকে।

বিরাট কোহলীর টস জেতা এখন একটি ঘটনা। এই বছর টেস্ট ক্রিকেটে তৃতীয় টস জিতলেন কোহলী। এই বছর মোট ১০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেননি কোহলী। মুম্বইতে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন তিনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলী বলেন, ‘‘দেখে বেশ শক্ত উইকেট মনে হল। খুব বেশি ঘাস নেই। রোদও উঠেছে। এটাই ব্যাট করে নেওয়ার সেরা সময়। তাই আমরা আগে ব্যাট করব।’’

মুম্বই টেস্টে ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। টস জেতার পরে কোহলী জানিয়ে দিলেন, রবীন্দ্র জাডেজার ডান হাতে চোট। তাঁর জায়গায় দলে এসেছেন জয়ন্ত যাদব। রহাণের হ্যামস্ট্রিংয়ে চোট। তাঁর জায়গায় কোহলী নিজে এসেছেন। চোট রয়েছে ইশান্ত শর্মারও। তাঁর বদলে খেলছেন মহম্মদ সিরাজ।

Advertisement

মুম্বই টেস্ট নিয়ে আলাদা কোনও ভাবনা নেই জানিয়ে কোহলী বলেন, ‘‘কানপুরে যে রকম প্রাথমিক বিষয়গুলো আমরা ঠিকঠাক করেছিলাম, এখানেও সে রকমই করতে হবে। তা হলেই হবে।’’

কানপুর টেস্ট ড্র করার জন্য নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিলেন কোহলী। বলেন, ‘‘শেষ দিন পুরোটা ব্যাট করে নিউজিল্যান্ড যে ভাবে ম্যাচ ড্র করেছে, তার জন্য ওদের কৃতিত্ব দিতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement