শতরান করে খেলছেন ময়াঙ্ক ছবি: পিটিআই।
প্রথম দিনের খেলা শেষ হল। দিনের শেষে ৭০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক ১২০ ও ঋদ্ধি ২৫ রান করে অপরাজিত রয়েছেন।
দুরন্ত শতরান করলেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। টেস্টে নিজের চতুর্থ শতরান করলেন তিনি। ভারতের রান ৪ উইকেটে ১৯৩। ময়াঙ্ক ১০১ ও ঋদ্ধিমান সাহা ১৬ রান করে খেলছেন।
দলের ও নিজের চতুর্থ উইকেট নিলেন অজাজ পটেল। ১৮ রানের মাথায় আউট হলেন শ্রেয়স আয়ার। ভারতের রান ৪ উইকেটে ১৬০।
চা বিরতির পরে দ্রুত রান তুলছেন ময়াঙ্ক আগরওয়াল। ৪৫ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৪৪। ময়াঙ্ক ৭৬ ও শ্রেয়স ১২ রান করে অপরাজিত রয়েছেন।
অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল।চা বিরতিতে ভারতের রান ৩ উইকেটে ১১১। ময়াঙ্ক ৫২ ও শ্রেয়স ৭ রান করে ব্যাট করছেন।
পূজারার পরে আউট হলেন বিরাট কোহলীও। অজাজ পটেলের বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন কোহলী। ৮০ রানে তিন উইকেট হারিয়ে চাপে ভারত।
খারাপ ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারার। শূন্য রানে আউট হলেন তিনি। ৮০ রানেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। দু’টি উইকেটই নিলেন অজাজ পটেল।
৮০ রানে প্রথম উইকাট হারাল ভারত। ৪৪ রান করে আউট হলেন শুভমন গিল।
ভাল খেলছেন ভারতের দুই ওপেনার। ২৫ ওভারে দলের রান বিনা উইকেটে ৭১। শুভমন ৩৫ ও ময়াঙ্ক ৩২ রান করে ব্যাট করছেন।
দলের রানকে এগিয়ে নিয়ে চলেছেন শুভমন ও ময়াঙ্ক। ১৫ ওভার শেষে দলের রান বিনা উইকেটে ৪৫। শুভমন ২৪ ও ময়াঙ্ক ২১ রান করে খেলছেন।
শুরুটা ভাল করেছেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও ময়াঙ্ক আগরওয়াল। ৫ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ২১। শুভমন ১৩ ও ময়াঙ্ক ৮ রান করে খেলছেন।
টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে তিনটি পরিবর্তন হয়েছে। রহাণের বদলে কোহলী, জাডেজার বদলে জয়ন্ত যাদব ও ইশান্তের বদলে মহম্মদ সিরাজ এসেছেন দলে।
সাড়ে ১০টায় পিচ দেখে আম্পায়াররা জানালেন, সাড়ে ১১টায় টস হবে। তার পরে শুরু হবে প্রথম দিনের খেলা।
সকাল ৯টায় টস হওয়ার কথা থাকলেও তা হল না। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, সাড়ে ১০টায় পিচ দেখবেন আম্পায়াররা। তার পরেই টসের সময় জানা যাবে।