India vs New Zealand 2021

India Vs New Zealand 2021: প্রথম দিনের খেলা শেষ, ময়াঙ্কের শতরানে ভারতের রান ৪ উইকেটে ২২১

গত কয়েক দিনে মুম্বইয়ে সামান্য বৃষ্টি হয়েছে। ফলে মাঠ কিছুটা ভিজে ছিল। তাই বেশ কিছু ক্ষণ পরে শুরু হল খেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৯:১৩
Share:

শতরান করে খেলছেন ময়াঙ্ক ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩০ key status

প্রথম দিনের খেলা শেষ

প্রথম দিনের খেলা শেষ হল। দিনের শেষে ৭০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক ১২০ ও ঋদ্ধি ২৫ রান করে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪১ key status

শতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল

দুরন্ত শতরান করলেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। টেস্টে নিজের চতুর্থ শতরান করলেন তিনি। ভারতের রান ৪ উইকেটে ১৯৩। ময়াঙ্ক ১০১ ও ঋদ্ধিমান সাহা ১৬ রান করে খেলছেন। 

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৫:৪৯ key status

ফের উইকেট নিলেন অজাজ

দলের ও নিজের চতুর্থ উইকেট নিলেন অজাজ পটেল। ১৮ রানের মাথায় আউট হলেন শ্রেয়স আয়ার। ভারতের রান ৪ উইকেটে ১৬০। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৫:৩৩ key status

ভাল খেলছেন ময়াঙ্ক

চা বিরতির পরে দ্রুত রান তুলছেন ময়াঙ্ক আগরওয়াল। ৪৫ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৪৪। ময়াঙ্ক ৭৬ ও শ্রেয়স ১২ রান করে অপরাজিত রয়েছেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৪:৪৪ key status

অর্ধশতরান করলেন ময়াঙ্ক

অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল।চা বিরতিতে ভারতের রান ৩ উইকেটে ১১১। ময়াঙ্ক ৫২ ও শ্রেয়স ৭ রান করে ব্যাট করছেন।  

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৪:১৪ key status

শূন্য রানে আউট কোহলীও

পূজারার পরে আউট হলেন বিরাট কোহলীও। অজাজ পটেলের বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন কোহলী। ৮০ রানে তিন উইকেট হারিয়ে চাপে ভারত। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৪:০৭ key status

শূন্য রানে আউট পূজারা

খারাপ ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারার। শূন্য রানে আউট হলেন তিনি। ৮০ রানেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। দু’টি উইকেটই নিলেন অজাজ পটেল। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৩:৫৫ key status

 আউট হলেন শুভমন গিল

৮০ রানে প্রথম উইকাট হারাল ভারত। ৪৪ রান করে আউট হলেন শুভমন গিল।

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৩:৪১ key status

ভারতের রান ২৫ ওভারে ৭১

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার। ২৫ ওভারে দলের রান বিনা উইকেটে ৭১। শুভমন ৩৫ ও ময়াঙ্ক ৩২ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৩:০৬ key status

১৫ ওভারে ৪৫ রান ভারতের

দলের রানকে এগিয়ে নিয়ে চলেছেন শুভমন ও ময়াঙ্ক। ১৫ ওভার শেষে দলের রান বিনা উইকেটে ৪৫। শুভমন ২৪ ও ময়াঙ্ক ২১ রান করে খেলছেন।  

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১২:২২ key status

ভাল শুরু ভারতের

শুরুটা ভাল করেছেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও ময়াঙ্ক আগরওয়াল। ৫ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ২১। শুভমন ১৩ ও ময়াঙ্ক ৮ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১১:৫৪ key status

টসে জিতল ভারত

টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে তিনটি পরিবর্তন হয়েছে। রহাণের বদলে কোহলী, জাডেজার বদলে জয়ন্ত যাদব ও ইশান্তের বদলে মহম্মদ সিরাজ এসেছেন দলে। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১০:৩৮ key status

সাড়ে ১১টায় হবে টস

সাড়ে ১০টায় পিচ দেখে আম্পায়াররা জানালেন, সাড়ে ১১টায় টস হবে। তার পরে শুরু হবে প্রথম দিনের খেলা। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৯:১১ key status

টসে দেরি

সকাল ৯টায় টস হওয়ার কথা থাকলেও তা হল না। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, সাড়ে ১০টায় পিচ দেখবেন আম্পায়াররা। তার পরেই টসের সময় জানা যাবে। 

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৯:১০ key status

ঢাকা রয়েছে ওয়াংখেড়ের পিচ

গত কয়েক দিনে মুম্বইয়ে সামান্য বৃষ্টি হয়েছে। ফলে ওয়াংখেড়েতে পিচ ঢাকা। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস নেই। তার পরেও ঝুঁকি নিতে চাননি আয়োজকরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement