Kane Williamson

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে খেলবেন না উইলিয়ামসন, নিউজ়িল্যান্ডের নেতা তা হলে কে

আগের ম্যাচেই অর্ধশতরান করেছেন উইলিয়ামসন। কিন্তু তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। কেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৫:৪০
Share:

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। নিউজ়‌িল্যান্ডের অধিনায়কের আগে থেকেই ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। সেই কারণেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। উইলিয়ামসনের বদলে দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে।

Advertisement

উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ বোলার টিম সাউদি। বুধবারই আবার নিউজ়িল্যান্ড দলে যোগ দেওয়ার কথা রয়েছে উইলিয়ামসনের। এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নেবেন তিনি। অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার হবে প্রথম এক দিনের ম্যাচ।

দীর্ঘ দিন ধরেই কনুইয়ের সমস্যায় ভুগছেন উইলিয়ামসন। সে কারণেই কি ডাক্তারকে দেখাবেন তিনি? কোচ গ্যারি স্টেড অবশ্য মানতে চাননি। বলেছেন, “অনেক দিন ধরেই অন্য একটা সমস্যার কারণে ডাক্তার দেখানোর চেষ্টা করছিল উইলিয়ামসন। কিন্তু সময় দিতে পারছিল না। দুর্ভাগ্যবশত সিরিজ়ের মাঝেই সময় পেয়েছে। আমাদের ক্রিকেটারদের স্বাস্থ্য সবার আগে। আশা করি অকল্যান্ডে ওকে খেলতে দেখা যাবে।”

Advertisement

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ৮৫ রানে। সূর্যকুমার যাদব ৫১ বলে অপরাজিত ১১১ রান করেন। সেই ম্যাচে উইলিয়ামসন ৫২ বলে ৬১ রান করেন। স্টেড জানিয়েছেন, উইলিয়ামসনের বদলে চ্যাপম্যানকে পাওয়ায় তাঁদের দল শক্তিশালী হল। বলেছেন, “চ্যাপম্যান দারুণ ক্রিকেটার। মাঝের সারিতে বৈচিত্র দেখাতে পারে।” হংকং-জাত এই ক্রিকেটার নিউজ়িল্যান্ডের সাতটি এক দিনের ম্যাচ এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement