মন খারাপ শুভমনের ছবি পিটিআই
অগাধ আস্থা রয়েছে নিজের উপর। কিন্তু তার প্রতিফলন হচ্ছে না। তাই আক্ষেপ, মন খারাপ শুভমন গিলের। ১০টি টেস্টে ১৮টি ইনিংস খেলা হয়ে গেলেও এখনও শতরান পাননি। বার বার ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছেন। অর্ধশতরান চারটি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম টেস্টে করেছিলেন ৫২ রান। শুক্রবার ৪৪ রান করে অজাজ পটেলের বলে স্লিপে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম দিনের খেলার পর শুভমন বলেন, ‘‘ভাল ব্যাট করছিলাম। বড় রান করার দারুণ সুযোগ ছিল আমার সামনে। কিন্তু কাজে লাগাতে পারলাম না। খারাপ লাগছে। দশটা ম্যাচ খেলে ফেললাম। এখনও একটাও শতরান পেলাম না।’’
মনঃসংযোগে সমস্য হচ্ছে কি না জানতে চাইলে শুভমন বলেন, ‘‘একেবারেই নয়। আমার তো মনে হয় ৩০-৪০ রানগুলোকে শতরানে পরিণত করতে পারাটাই আমার সবথেকে বড় শক্তি।’’
উইকেট থেকে স্পিনাররা যে সাহায্য পাচ্ছেন, সে কথা জানিয়ে শুভমন বলেন, ‘‘জোরে বোলারদের জন্য তেমন কিছু ছিল না উইকেটে। কিন্তু স্পিনাররা সাহায্য পেয়েছে। কয়েকটা বল অতিরিক্ত ঘুরেছে। অবশ্য খেলা যত গড়াবে, উইকেট সহজ হয়ে যাবে।’’ এই উইকেটে কী ভাবে স্পিনারদের সামলাতে হবে, সেটিও জানিয়ে দেন শুভমন। বলেন, ‘‘বলের লাইনে গিয়ে খেলতে হবে। বল যদি বেশি ঘোরে খেয়াল রাখতে হবে ব্যাটের কানায় যেন না লাগে। আর বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে যেন এলবিডব্লিউ হতে না হয়।’’
ময়াঙ্ক আগরওয়ালের শতরানের ইনিংস নিয়ে শুভমন বলেন, ‘‘দুর্দান্ত ইনিংস। প্রায় আড়াইশো বল খেলে সারা দিন ব্যাট করে যাওয়া বিরাট ব্যাপার।’’