শুক্রবার টস করলেন কোহলী-লাথাম। ছবি পিটিআই
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দেখা গেল অদ্ভুত ঘটনা। ১৩২ বছর পর এই প্রথম দু’টেস্টের কোনও সিরিজে চার জন আলাদা অধিনায়ককে দেখা গেল। শেষ বার এই ঘটনা দেখা গিয়েছিল ১৮৮৯ সালে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রহাণে। নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় দু’জনেই খেলছেন না। নিয়মিত অধিনায়ক কোহলী ভারতীয় দলে ফেরায় তিনিই অধিনায়কত্ব করছেন। নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসতে হয় টম লাথামকে।
১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ইংল্যান্ড। সে বার প্রথম ম্যাচে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন আউব্রে স্মিথ। দ্বিতীয় ম্যাচের আগে তাঁর জ্বর হওয়ায় অধিনায়ক হন মন্টি বাউডেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ওয়েন ডানেল নেতৃত্ব দিলেও, দ্বিতীয় ম্যাচে তাঁকে সরিয়ে উইলিয়াম মিল্টনকে অধিনায়ক করা হয়। প্রসঙ্গত, বাউডেন এখনও ইংল্যান্ডের তরুণতম টেস্ট অধিনায়ক। সে বার দু’টি ম্যাচেই অনায়াসে জিতেছিল ইংল্যান্ড।