ফের দেখা যাবে অধিনায়ক কোহলীকে। —ফাইল চিত্র
সিরিজের প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে। মুম্বইয়ে শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলী। ওয়াংখেড়ের পিচ কেমন হবে এবং আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মধ্যেই।
ওয়াংখেড়ের পিচে ঘাসের পুরু স্তর ছিল। টেস্ট শুরুর আগে তা একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের মাঠের সুবিধা নিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে ভারত। কানপুরের ম্যাচে দুই দল ৪ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু মুম্বইয়ে পুরো পয়েন্ট চাইছে ভারত। সোমবার অবধি যে ঘাস দেখা যাচ্ছিল পিচে, এখন সেটা ছেঁটে ফেলা হয়েছে।
বিসিসিআই-এর প্রধান পিচপ্রস্তুতকারক আশিস ভৌমিকের নির্দেশে তৈরি হচ্ছে ওয়াংখেড়ের পিচ। সঙ্গে রয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার রমেশ মহমুঙ্কর এবং ব্রেবোর্ন স্টেডিয়ামের পিচপ্রস্তুতকারক প্রকাশ যাদব।
টেস্টের প্রথম দিন নিয়ে যদিও চিন্তা রয়েছে। শুক্রবার খেলা হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে পাওয়া যেতে পারে চার দিন।