Deepak Chahar

India vs New Zealand 2021: ম্যাচের পর গ্যালারিতে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দেওয়া দীপকের আরও এক কাণ্ড, ভিডিয়ো ভাইরাল

ম্যাচের পর গ্যালারিতে গিয়ে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দিয়ে নজরে এসেছিলেন তিনি। এ বার আরও এক কাণ্ড করলেন দীপক চাহার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:২১
Share:

দীপক চাহার। ফাইল ছবি

আইপিএল-এর ম্যাচের পর গ্যালারিতে গিয়ে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দিয়ে নজরে এসেছিলেন তিনি। এ বার আরও এক কাণ্ড করলেন দীপক চাহার। ম্যাচ চলাকালীনই গ্যালারিতে থেকে বোনের সঙ্গে গল্প করলেন। সেই ভিডিয়ো তাঁর বোন ইনস্টাগ্রামে ছড়িয়ে দিতেই ভাইরাল হয়েছে।

Advertisement

জয়পুরে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দর্শকাসনে হাজির ছিলেন দীপকের বোন মালতি। যেখানে তিনি ছিলেন এক সময় সেখানেই ফিল্ডিং করতে আসেন দীপক। দর্শকাসন থেকে দীপকের নাম ধরে চেঁচাতে থাকেন মালতি। দীপকও সেই ডাকে সাড়া দেন এবং হাত নাড়েন। কিছুক্ষণ পরেই দীপক তাঁর বোনকে বিশেষ কারওর ব্যাপারে জিজ্ঞাসা করেন, ‘ও কোথায়’? উত্তরে মালতি জানান, সেই ব্যক্তি উপরের স্ট্যান্ডে রয়েছেন। সেই ‘বিশেষ’ ব্যক্তি দীপকের বান্ধবী কিনা, তা অবশ্য ভিডিয়ো থেকে বোঝা যায়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪২ রান দিলেও মার্টিন গাপ্টিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন দীপক। গাপ্টিলকে আউট করার পর তাঁর উচ্ছ্বাসের ভিডিয়ো পরে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement