Eden Gardens

Metro Railway: ইডেনে রবিবারের টি-টোয়েন্টি ম্যাচে বিশেষ ট্রেন চালাবে মেট্রো

রবিবার ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার ইডেনে। এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৮:৪৮
Share:

রবিবার ম্যাচ ইডেনে। ফাইল ছবি

আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার ইডেনে। এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

খেলা শেষ হওয়ার সময় রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন দক্ষিণেশ্বর এবং একটি ট্রেন কবি সুভাষ যাবে। স্মার্ট কার্ড থাকলেই ট্রেনে ওঠা যাবে। শুধু এসপ্ল্যানেড স্টেশন থেকে স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে বা নতুন কার্ড কেনা যাবে। এমনিতে যে ১২০টি ট্রেন রবিবার চলে, সেগুলি স্বাভাবিক ভাবেই চলবে।

দিন-রাতের এই ম্যাচ শুরু সন্ধে ৭টায়। ইডেনে খেলা থাকলে মেট্রো রেল কর্তৃপক্ষ বরাবরই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। বুধবার জয়পুরে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ম্যাচ শুক্রবার রাঁচিতে। শেষ ম্যাচ রবিবার ইডেনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement