Umran Malik

India vs England 2022: বার্মিংহামের রাস্তায় তিন বন্ধু, জানালেন ইদের শুভেচ্ছা

ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। খোশমেজাজে ইংল্যান্ডে ঘুরছেন তিন পেসার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৩:৪২
Share:

উমরান মালিক, মহম্মদ সিরাজ এবং আবেশ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বার্মিংহামের রাস্তায় কুর্তা পরে তিন বন্ধু। ভারতীয় দলের তিন পেসার উমরান মালিক, মহম্মদ সিরাজ এবং আবেশ খানকে দেখা গেল ইদের উৎসব পালন করতে। সমর্থকদের ইদের শুভেচ্ছাও জানালেন তাঁরা।

Advertisement

উমরান পরেছিলেন ছাই রঙের কুর্তা। সিরাজ এবং আবেশ পরেছিলেন হালকা নীল রঙের। আইপিএলের সময় জৈবদুর্গে থাকার কারণে গত বার ইদ পালন করতে পারেননি তাঁরা। এ বার বাড়িতে না থাকলেও জৈবদুর্গের বাধা নেই। তাই তিন জনে একসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ইদ পালন করছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। টি-টোয়েন্টি দলে রয়েছেন উমরান এবং আবেশ। টেস্ট দলে ছিলেন সিরাজ।

Advertisement

রবিবার তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নটিংহ্যাম পৌঁছে গিয়েছে ভারত। সেই ম্যাচের উপর সিরিজের ভাগ্য নির্ভর না করলেও ভারতের কাছে সুযোগ ইংল্যান্ডকে চুনকাম করার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement