বাংলাদেশের অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই জিতেছেন লিটন দাস। ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: গেটি ইমেজ
অধিনায়ক হিসাবে নিজের প্রথম এক দিনের ম্যাচ জিতেছেন। তাও আবার ভারতের বিরুদ্ধে। শেষ হাসি হাসলেও বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মোটেও স্বস্তিতে ছিলেন না লিটন দাস। উল্টে সাজঘরে বসে ঘামছিলেন তিনি। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন লিটন।
ভারতের বিরুদ্ধে ১ উইকেটে ম্যাচ জিতে উঠে লিটন বলেছেন, ‘‘সাজঘরে বসে ঘামছিলাম। খুব চাপে ছিলাম। কিন্তু এখন আমি খুশি। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতেছি।’’
দলের জয়ের কৃতিত্ব পুরোপুরি মেহেদি হাসান মিরাজকে দিয়েছেন লিটন। বাংলাদেশের ৯ উইকেট পড়ে যাওয়ার পরে মনে হয়েছিল, হার সময়ের অপেক্ষা। কিন্তু দশম উইকেটে মুস্তাফিজুর রহমানের সঙ্গে মিলে ৫১ রান যোগ করেন মেহেদি। তিনি অপরাজিত থাকেন ৩৮ রান করে। জয়ের রানও আসে তাঁর ব্যাট থেকে। সেই প্রসঙ্গে লিটন বলেছেন, ‘‘শেষ ৬-৭ ওভারে মেহেদির ব্যাটিং দেখে খুব আনন্দ পেয়েছি। সিরাজ ও শার্দুল মাঝের ওভারে খেলা ওদের দিকে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু মেহেদি হারতে থাকা খেলা আমাদের জিতিয়েছে।’’
ম্যাচ জিতলেও দলের ব্যাটিংয়ে খুশি নন লিটন। প্রধান ব্যাটারদের খেলা জিতিয়ে আসা উচিত ছিল বলে মনে করেছেন তিনি। লিটন বলেছেন, ‘‘যখন আমি আর শাকিব ব্যাট করছিলাম তখন ভেবেছিলাম সহজেই ম্যাচ জিতে যাব। কিন্তু আমরা আউট হওয়ার পরেই খেলা ভারতের দিকে ঘুরে গেল। আমাদের জিতিয়ে আসা উচিত ছিল।’’