তৃতীয় এক দিনের ম্যাচ শুরুর আগেই গ্যালারি মাতিয়ে দিলেন কোহলি। ছবি: টুইটার।
খারাপ সময় পিছনে ফেলে এসেছেন। সব ধরনের ক্রিকেটেই রান পাচ্ছেন বিরাট কোহলি। তাঁর মেজাজও রয়েছে ফুরফুরে। বুধবার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচ শুরুর আগে সেই মেজাজের আভাস পেলেন ক্রিকেটপ্রেমীরা।
খেলা শুরুর আগে ভারতীয় দল তখনও মাঠে নামেনি। সাজঘর থেকে বেরিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মারা। সবাই এলে টিম হার্ডল হবে। এমন সময় কোহলিকে দেখা গেল অন্য মেজাজে। খানিকটা নেচে নিলেন প্রাক্তন অধিনায়ক। যেমন তেমন নাচ নয়, কোহলিকে দেখা গেল বলিউডের জনপ্রিয় গানের নাচের ভঙ্গিতে। অন্তত চারটি নাচের ভঙ্গি করতে দেখা গেল কোহলিকে। তার মধ্যে অন্যতম সলমন খানের ‘হুড় হুড় দবং’ গানের নাচের ভঙ্গি।
কোহলিকে খেলা শুরুর আগে সাধারণত এমন মেজাজে দেখা যায় না। কোহলিকে নাচতে দেখে কিছুটা বিস্মিত হলেন পাশে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা, শুভমন গিল, রবীন্দ্র জাডেজারা। অন্য দিকে তাকিয়ে থাকা হার্দিক পাণ্ড্যও ঘুরে তাকালেন প্রাক্তন অধিনায়কের দিকে। কোহলিকে নাচতে দেখে গ্যালারিতে থাকা ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেল আনন্দের রেশ। কোহলির নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগল না। সেখানেও ক্রিকেটপ্রেমীরা নানা মন্তব্য করেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টেও মাঠে কোহলিকে নাচতে দেখা গিয়েছিল। কখনও অস্কার জয়ী ‘নাট্টু নাট্টু’ আবার কখনও ‘ঝুমে যো পাঠান’ গানের নাচ অনুকরণ করতে দেখা গিয়েছিল তাঁকে। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলার পর থেকেই খোশ মেজাজে রয়েছেন কোহলি। ক্রিকেট উপভোগ করছেন আগের মতো। এখন কাঁধে নেতৃত্বের চাপ নেই। সব মিলিয়ে প্রাক্তন অধিনায়ককে দারুণ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে।