অনুশীলনে মগ্ন ম্যাক্সওয়েল। ছবি: টুইটার।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন ধরনের ব্যাটিং অনুশীলন করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের মন্থর উইকেটে স্পিনারদের মোকাবিলা করতে নিজেকে অন্য ভাবে তৈরি করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি সফরে দল নিয়ে ভারতে অ্যারন ফিঞ্চ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া দল। সে কারণে প্রস্তুতিতেও অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন ফিঞ্চ, ম্যাক্সওয়েলরা। প্রতিপক্ষের বোলারদের বিভ্রান্ত করতে চাইছেন সফরকারী দলের ব্যাটাররা। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে সোমবার নেটে ম্যাক্সওয়েলের ব্যাটিং অনুশীলন নজর কাড়ল। তাঁর নতুন ব্যাটিং দক্ষতায় চমকে গিয়েছেন অস্ট্রেলিয়া দলের সতীর্থরাও।
সুইচ হিট করতে দক্ষ ম্যাক্সওয়েল। অর্থাৎ, বোলার হাত থেকে বল ছাড়ার পর দ্রুত ডানহাতি থেকে বাঁহাতি ব্যাটার হয়ে যান ম্যাক্সওয়েল। তাঁর ব্যাটিংয়ের কৌশলে প্রতিপক্ষের বোলাররা বিভ্রান্ত হন। লাইন-লেংথ ঠিক করতে পারেন না। এ বার সম্পূর্ণ বাঁ হাতেই ব্যাটিং শুরু করলেন ম্যাক্সওয়েল। যুজবেন্দ্র চহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেলদের স্পিন বোলিংয়ের মোকাবিলা করার জন্যই ম্যাক্সওয়েল বাঁ হাতে ব্যাটিং অনুশীলন করছেন বলে অস্ট্রেলিয়ার দল সূত্র খবর। তাঁর নতুন ধরনের ব্যাটিং অনুশীলনের ভিডিয়োও নেটমাধ্যমে প্রকাশ করেছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ভারতীয় নেট বোলারদের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে বাঁহাতেও স্বচ্ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছে। বড় শটও নিয়েছেন। নতুন ধরনের ব্যাটিং অনুশীলনের পর খুশি দেখিয়েছে তাঁকে।