ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র, দু’দলের সম্মতিতে শেষ হল খেলা
বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। আমদাবাদে এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত। এই টেস্টে চার ব্যাটার শতরান করলেন।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:২৭
Share:
হেডকে আউট করার পর অক্ষরকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।—ফাইল চিত্র
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলল ২ উইকেট ১৭৫ রান। লাবুশেন ৬৩ এবং স্মিথ ১০ রানে অপরাজিত থাকলেন। ১টি করে উইকেট অশ্বিন এবং অক্ষরের। ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর সিরিজ় জিতল ভারত।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:১৩
অস্ট্রেলিয়া ১৭৩/২
উইকেটে রয়েছেন লাবুশেন (৬২) এবং স্মিথ (৯)।
Advertisement
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:৪১
অস্ট্রেলিয়া ১৬৬/২
উইকেটে রয়েছেন লাবুশেন (৫৬) এবং স্মিথ (৮)।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:১৭
চা পানের বিরতি
অস্ট্রেলিয়া ১৫৮/২। উইকেটে রয়েছেন লাবুশেন (৫৬) এবং স্মিথ (শূন্য)।
Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:৫৫
আউট হেড
হেডকে (৯০) আউট করলেন অক্ষর। অস্ট্রেলিয়া ১৫৩/২।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:২৩
অস্ট্রেলিয়া ১২৪/১
উইকেটে রয়েছেন হেড (৭৭) এবং লাবুশেন (৩৭)।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:০১
অস্ট্রেলিয়া ১২১/১
উইকেটে রয়েছেন হেড (৭৫) এবং লাবুশেন (৩৭)।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১২:১৬
মধ্যাহ্নভোজের পর শুরু খেলা
অস্ট্রেলিয়া ৭৪/১। উইকেটে রয়েছেন হেড (৪৬) এবং লাবুশেন (২২)।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১১:৩৮
অস্ট্রেলিয়া ৭৩/১
পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতি। উইকেটে রয়েছেন হেড (৪৫) এবং লাবুশেন(২২)। ১৮ রানে এগিয়ে রয়েছে ভারত।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১০:২০
১৭ ওভার শেষে
পঞ্চম দিনের খেলা চলছে আমদাবাদে। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১/১। রাতপ্রহরী কুহনেমানকে আউট করেন অশ্বিন। পঞ্চম দিনেও আমদাবাদ পিচে বোলারদের জন্য প্রায় কিছু নেই। জাডেজা এবং অশ্বিন বল করছেন। কিন্তু বল সে ভাবে ঘুরছে না। ফলে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ক্রিজে টিকে থাকার চেষ্টা করছে।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:৫৪
উইকেট অশ্বিনের
রাতপ্রহরী কুহনেমানকে ফেরালেন অশ্বিন। এলবিডব্লিউ হলেন তিনি। রিপ্লেতে দেখা গেল রিভিউ নিলে বেঁচে যেতেন কুহনেমান। কিন্তু তা না নেওয়ায় প্রথম উইকেট পেল ভারত।
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:২৫
চতুর্থ দিনের শেষে
বিরাট কোহলি ১৮৬ রানের ইনিংস খেলেন। ১২০৫ দিন পর শতরান আসে তাঁর ব্যাট থেকেই ভারত তোলে ৫৭১ রান। অস্ট্রেলিয়ার থেকে ৯১ রান এগিয়ে শেষ ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৩/০।