আমদাবাদ টেস্টে রান পেলেন বিরাট কোহলি। ছবি: পিটিআই
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ম্যাট কুহনেমান এবং ট্রেভিস হেড। তাঁরা ৬ ওভার ব্যাট করেন। ভারত কোনও উইকেট তুলতে পারল না। তিন রান করেছে অস্ট্রেলিয়া।
শেষ মুহূর্তে ভুল করলেন বিরাট। ১৮৬ রানে আউট হলেন তিনি। তাঁর শতরানে ভর করেই ৯১ রানে লিড নিল ভারত।
থামার কোনও লক্ষণ নেই বিরাটের। ১৫০ রান পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের গণ্ডিও পার করে গিয়েছে ভারত।
টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে শতরানের খরা কেটে গিয়েছিল আগেই। এ বার লাল বলের ক্রিকেটেও শতরান। ইডেনের পর আমদাবাদ। মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। টেস্ট শতরান এল বিরাট কোহলির ব্যাটে। তা-ও আবার দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন বিরাট।
নাথান লায়নের বলে আউট শ্রীকর ভরত। অনভিজ্ঞ উইকেটরক্ষক মধ্যাহ্নভোজের পর আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক ওভারে দু’টি ছক্কা এবং একটি চার মারেন তিনি। ৮৮ বলে ৪৪ রান করেন ভরত।
ভারতীয় দলে আবার চোটের চিন্তা। শ্রেয়স আয়ারের পিঠে ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য। আমদাবাদে চতুর্থ দিনের সকালে রবীন্দ্র জাডেজা আউট হতে তাই ব্যাট করতে নামলেন শ্রীকর ভরত। শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
হঠাৎ আউট জাডেজা। যিনি ধীরে ধীরে ইনিংস গড়ছিলেন, সেই জাডেজা হঠাৎ আক্রমণাত্মক হয়ে গেলেন। তাতেই নিজের উইকেট দিয়ে এলেন জাডেজা।
৩০০ রান তুলে ফেলল ভারত। অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে তারা। ক্রিজে রয়েছেন বিরাট এবং জাডেজা।