U19 Cricket

Virat Kohli: কোহলীদের পর এ বার পাকিস্তানের কাছে হেরে গেল ভারতের ছোটরাও

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহিকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করলেও, পরের ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে গেল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৯:২৩
Share:

হেরে গেল ভারতের ছোটরা। ছবি টুইটার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহিকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করলেও পরের ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে গেল ভারত। শনিবার যশ ঢুলের নেতৃত্বাধীন দল চিরশত্রুদের কাছে হেরে গেল ২ উইকেটে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দু’টি ম্যাচেই জিতল পাকিস্তান।

Advertisement

শনিবার টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিংহ বাদে বাকিরা দু’অঙ্কের রানই পেরোতে পারেননি। জিশান জামিরের বলে তখন কাঁপছেন ভারতের ব্যাটাররা। ১০০ রানের মাথায় পাঁচ উইকেট হারায় ভারত।

হার্নুর (৪৬) ফেরার পর আরাধ্য যাদব এবং কৌশল তাম্বে ভারতীয় ইনিংসের হাল ধরেন। অর্ধশতরান করেন আরাধ্য। শেষ দিকে আরও দু’টি উইকেট নেন জামির। ১০ ওভারে ৬০ রানে ৫ উইকেট নেন তিনি।

Advertisement

জবাবে পাকিস্তানের ওপেনার আব্দুল বঙ্গালজাই শুরুতেই ফিরে গেলেও পাকিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন মাজ সদাকত এবং মহম্মদ শেহজাদ। এক দিকে শেহজাদ ধরে থাকেন ইনিংস। উল্টো দিকে পাকিস্তানের একের পর এক ব্যাটার এসে ফিরে গেলেও প্রত্যেকেই প্রয়োজনীয় অবদান রেখে যান। ইরফান খান ৩৩, রিজওয়ান মাহমুদ ২৯ রান করেন। শেহজাদ আউট হন ৮২ রানে। এরপর আহমেদ খানের অপরাজিত ২৯ রান জিতিয়ে দেয় পাকিস্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement