ভক্তের সঙ্গে চাহার। ছবি: টুইটার থেকে
জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দীপক চাহার প্রথম একাদশে জায়গা না পেলেও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। প্রথম ম্যাচে তিনিই ছিলেন নায়ক। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাউন্ডারিতে ভক্তদের আবদার মেটাতে দেখা গেল চাহারকে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ চলার সময় মাঠের ধারে এক ভক্ত চাহারের সঙ্গে ছবি তোলার আবদার করেন। চাহার সেই আবদার রাখেনও। কিন্তু ছবি তুলতে এসে সেই ভক্ত প্রশ্ন করেন, “তোমাকে ছুঁতে পারি?” চাহার সবুজ-সঙ্কেত দিতেই হেসে লুটিয়ে পড়েন তিনি। চাহারকে জড়িয়ে ধরে ছবিও তোলেন।
দ্বিতীয় ম্যাচে চাহারকে না নেওয়া নিয়ে নেটমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন। প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া ক্রিকেটারকেই বসিয়ে দেয় ভারত। যদিও তাতে জিততে কোনও অসুবিধা হয়নি। চাহারের বদলে এ দিন মাঠে নামা শার্দূল ঠাকুর তিন উইকেট নেন। জিম্বাবোয়ে শেষ হয়ে যায় মাত্র ১৬১ রানে। পাঁচ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নেয় ভারত।