Rohit Sharma

India vs England ODI 2022: ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে রোহিতের মুখে উইকেট আর আকাশ

পরিকল্পনা মতো বল করতে পেরে খুশি বুমরা। লাইন, লেংথ নিয়ে শামির সঙ্গে আলোচনা করেন শুরুতেই। পন্থ এবং স্লিপের ফিল্ডারদের প্রশংসা করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ২২:৪৯
Share:

অনবদ্য ইনিংস খেললেন অধিনায়ক রোহিত। ছবি: টুইটার।

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে উঠে রোহিত শর্মা বলে দিলেন, উইকেট এবং আকাশ দেখেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত কাজে লাগায় খুশি ভারতীয় দলের অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন বোলারদের।

Advertisement

ম্যাচের পর রোহিত বলেছেন, ‘‘আমরা প্রথমে ফিল্ডিং নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আবহাওয়া নিয়ে চিন্তা করে চাপে ফেলিনি নিজেদের। কারণ টি-টোয়েন্টি সিরিজের পাটা উইকেটেও আমরা নিজেদের কাজ ঠিক মতো করতে পেরেছি। এ দিনের আবহাওয়া জোরে বোলারদের জন্য আরও বেশি সহায়ক ছিল। এই রকম আবহাওয়ায় খেললে বোঝা দরকার দলের কোন বোলাররা বেশি সুবিধা করতে পারবে। কোন বোলারের কী দক্ষতা রয়েছে, তা বোঝা জরুরি।’’

যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত। পাশাপাশি জানিয়েছেন ব্যাটিং করতে তেমন কোনও সমস্যা হয়নি। রোহিত বলেছেন, ‘‘আমি আর ধবন এক সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। একে অপরের খেলা আমরা ভাল বুঝতে পারি। শুধু প্রথম বলটায় একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে।’’ রান পাওয়ায় স্বস্তি পেয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘পুল বা হুক এই পরিস্থিতিতে খুবই ঝুঁকিপূর্ণ শট। তবু ওই শটগুলো বেছে নিয়েছিলাম নিজের জন্য। যতক্ষণ এ ভাবে রান আসছে, ততক্ষণ খুশি না হওয়ার কী আছে!’’

Advertisement

১৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরা। নিজের পারফরম্যান্সে খুশি সদ্য টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া জোরে বোলার। বুমরা বলেছেন, ‘‘বল যখন ভাল সুইং করে, তখন সাদা বলের ক্রিকেটে বাড়তি উত্তেজনা যোগ হয়। শুরুতে উইকেট থেকে সাহায্য পেলে ভাল লাগে। প্রথম বলটা করেই বুঝে যাই ভাল সুইং করবে। সুইং না করলে লেংথ পরিবর্তন করতে হত। আর একটু খাটো লেংথে বল করতাম। কিন্তু বল যখন নিজেই কাজ করতে শুরু করে, তখন বেশি কিছু চেষ্টা করার দরকার হয় না। উইকেট পাটা হলে অবশ্য পরীক্ষার সামনে পড়তে হয়। এক জন বোলার কতটা নিখুঁত বল করতে পারে, সেটা বোঝা যায় পাটা উইকেটেই।’’

বুমরা জানিয়েছেন, শুরুতেই মহম্মদ শামির সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। সেই মতোই লাইন এবং লেংথে বল করার চেষ্টা করেছেন তাঁরা। তিনি বলেছেন, ‘‘পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি আমরা। ঋষভ পন্থ এবং স্লিপ ফিল্ডারদের একটু ব্যস্ত থাকতে হয়েছে। পন্থকে ধন্যবাদ দিতেই হবে। উইকেটের পিছনে দাঁড়িয়ে বেশ কয়েকটা দারুণ ক্যাচ নিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement