Sourav Ganguly

India vs England ODI 2022: সচিন-সৌরভ জুটি আবার লর্ডসে, পাশাপাশি বসে দেখছেন রোহিতদের খেলা

এক সঙ্গে দেখা গেল সচিন-সৌরভকে। লর্ডসের মাঠে দুই বন্ধু উপস্থিত ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচ দেখার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:২৭
Share:

লর্ডসে সচিন- সৌরভ। ছবি: টুইটার থেকে

এক দিনের ক্রিকেটে জুটিতে তাঁদের রান ৬৬০৯। লর্ডসের দর্শক আসনে দেখা গেল সেই জুটিকে। পাশাপাশি বসে খেলা দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকর। রয়েছেন সচিনের স্ত্রী অঞ্জলিও।

Advertisement

সৌরভের টেস্ট অভিষেকের মাঠে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। তিন বছর আগে এই মাঠেই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় এক দিনের ম্যাচে জিতলেই সিরিজ পকেটে ভারতের। সেই ম্যাচ দেখতে গিয়েছেন ভারতের বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গী তাঁর এক সময়ের সতীর্থ সচিন। দু’জনের ব্লেজারের পকেটেই রয়েছে লাল রুমাল। এক দিনের ক্রিকেটে ওপেন করতে নেমে তাঁদের করা রান এখনও টপকাতে পারেনি কোনও জুটি।

ইংল্যান্ড সফরের শুরু থেকেই ইংল্যান্ডে সৌরভ। বোর্ড প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষ্যে দেখাও করেন সচিন। এ বার তাঁদের একসঙ্গে লর্ডসের মাঠেও দেখা গেল। যে জুটি এক সময় ভারতকে বিভিন্ন ম্যাচ জিতিয়েছে, সেই জুটিই বৃহস্পতিবার ভারতের জয়ের আশায় উপস্থিত লর্ডসের মাঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement