India vs Pakistan

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অন্য ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ! সূচি ঘোষিত, খেলা কবে?

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। তা হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর দুবাইয়ে হতে চলেছে এই ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৯:২১
Share:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষিত হয়নি। তবে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া নিশ্চিত। তার আগে আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। তা হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যে সূচি ঘোষণা করেছে সেখানে আগামী ৩০ নভেম্বর দুবাইয়ে হতে চলেছে এই ম্যাচ।

Advertisement

কিছু দিন আগে অনূর্ধ্ব-২৩ এমার্জিং এশিয়া কাপেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানে জিতেছিল ভারত। এ বার দুই দেশ আবার এশিয়ার মঞ্চে মুখোমুখি। ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। দুবাই এবং শারজায় হবে খেলা।

ভারত রয়েছে গ্রুপ এ-তে। প্রথম ম্যাচেই তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এর পর ২ ডিসেম্বর জাপান এবং ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। খেলা হবে ৫০ ওভারের। ৬ ডিসেম্বর দু’টি সেমিফাইনাল হবে। ৮ ডিসেম্বর ফাইনাল।

Advertisement

গ্রুপ বি-তে রয়েছে গত বারের বিজয়ী বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। ২৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে। একই দিনে খেলবে শ্রীলঙ্কা এবং নেপালও।

এই নিয়ে ১১তম বার আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ১৯৮৯ সালে প্রথম বার বাংলাদেশে হয়েছিল এই প্রতিযোগিতা। সর্বোচ্চ আট বার ট্রফি জিতেছে ভারত। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ একটি করে ট্রফি জিতেছে। এই নিয়ে টানা তৃতীয় বার এই প্রতিযোগিতা হচ্ছে আমিরশাহিতে। ভারত শেষ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ২০২১ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement