India vs Pakistan

মেয়েদের এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, ১৯ জুলাই হরমনপ্রীতদের সামনে পড়শি দেশ

ক্রিকেট মাঠে আবার দেখা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের। তবে ছেলেদের নয়, এ বার মেয়েদের ক্রিকেটে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের সূচি। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ২৩:২৫
Share:

ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।

ক্রিকেট মাঠে আবার দেখা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের। তবে ছেলেদের নয়, এ বার মেয়েদের ক্রিকেটে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের সূচি। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা।

Advertisement

আগামী ১৯ জুলাই ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে। এ বার মেয়েদের এশিয়া কাপ পুরোটাই হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। সেখানেই মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। এশিয়ার সেরা আটটি দলকে নিয়ে হচ্ছে এশিয়া কাপ। ১৯ জুলাই শুরু হয়ে তা শেষ হবে ২৮ জুলাই।

এ বার আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড এবং মালয়েশিয়া। পাকিস্তান বাদে ভারতের বাকি দু’টি ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ২১ জুলাই এবং নেপালের বিরুদ্ধে ২৩ জুলাই।

Advertisement

দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দু’টি সেমিফাইনালই হবে ২৬ জুলাই। ফাইনাল ২৮ জুলাই। প্রতিযোগিতায় ভারত সফলতম দল। সাত বার ট্রফি জিতেছে তারা। এ বার পুরো প্রতিযোগিতাতেই ম্যাচ পরিচালনা করবেন মহিলা আম্পায়ারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement