India U19

U19 Asia Cup Cricket: ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত, শুক্রবার সামনে শ্রীলঙ্কা

ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত। বৃহস্পতিবার ভারত ১০৩ রানে হারাল বাংলাদেশকে। ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৮:৩৫
Share:

জয়ের পর ভারতের ছোটরা। ছবি টুইটার

ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে গেল ভারত। বৃহস্পতিবার ভারতের অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনালে ১০৩ রানে হারাল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলকে। ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। তারা হারিয়েছে পাকিস্তানকে।

Advertisement

বাংলাদেশ টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান তোলে ভারত। জবাবে ৩৮.২ ওভারে ১৪০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ।

ভারতকে বড় রানে পৌঁছে দেন শাইক রশিদ। তিনি তিন নম্বরে নেমে ১০৮ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ৩টি চার, ১টি ছয় রয়েছে। শেষ দিকে ভিকি অস্তোয়াল ১৮ বলে অপরাজিত ২৮ রান করেন। তাঁর ইনিংসে ৩টি চার রয়েছে। তাঁর জন্যই ভারত আড়াইশো রানের কাছাকাছি পৌঁছয়। ৪৫ ওভারে ১৯৩ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ভারতের।

Advertisement

বাংলাদেশের রাকিবুল হাসান ৩ উইকেট নেন। এ ছাড়া তানজিম হাসান সাকিব, নইমুর রহমান, মেহরব হাসান এবং আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ব্যাট হাতে সফল হওয়ার পরে বল হাতেও সফল অস্তোয়াল। তিনি ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এ ছাড়া বাংলার রবিকুমার, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং রাজ বায়োয়া দু’টি করে উইকেট নেন। এক বারের জন্যও মনে হয়নি বাংলাদেশ জিততে পারে। সর্বোচ্চ রান আরিফুল ইসলামের ৪২।

শুক্রবার ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হচ্ছে না। কারণ অন্য সেমিফাইনালে পাকিস্তানের ছোটরা ২২ রানে হেরে গিয়েছে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কাছে। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৪.৫ ওভারে ১৪৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। পাকিস্তানের ব্যাটিং আরও খারাপ হয়। তারা তিন বল বাকি থাকতে ১২৫ রানে শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে ত্রিবীন ম্যাথু চারটি এবং দুনিথ ওয়েলালাজে তিনটি উইকেট নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement