ভারতকে জেতালেন রসিখ সালাম দার। ছবি: সমাজমাধ্যম।
অভিষেক শর্মার অর্ধশতরান এবং রসিখ সালাম দারের বোলিংয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার ওমানের আল আমিরাতে তারা সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারিয়েছে।
এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পাকিস্তানকে। ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। পাঁচটি চার এবং চারটি ছয় মেরেছেন তিনি। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। পরের দিকে আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে জেতে ভারত।
আগে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১০৭ রানে অল আউট হয়ে যায় আমিরশাহি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত হিতে বিপরীত হয় শুরুতেই। প্রথম দুই ওভারেই দুই ওপেনার মায়াঙ্ক কুমার (১০) এবং আর্যংশ শর্মাকে (১) হারায় তারা। প্রথম ওভারেই তিন ব্যাটারকে আউট করেন রসিখ। পাওয়ার প্লে-র মধ্যে ৪০ রানে ৫ উইকেচ হারায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। রমনদীপ সিংহ ৭ রানে ২ উইকেট নেন। আমিরশাহির হয়ে রাহুল চোপড়া (৫০) সফল হন। অধিনায়ক বাসিল হামিদের (২২) সঙ্গে ৪১ রানের জুটি গড়েন তিনি।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে ভারত। বুধবার শেষ ম্যাচে তারা নামবে ওমানের বিরুদ্ধে।