এটি ঝুলনের পঞ্চম বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপে এখনও পর্যন্ত এক টানা ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে ৩৫তম ম্যাচ হত তাঁর। মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে গত সপ্তাহেই ২০০ এক দিনের ম্যাচ খেলেছেন ঝুলন। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ মিতালি।
দলে নেই ঝুলন ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে বাংলার ঝুলন গোস্বামীকে পেল না ভারত। নিজের ক্রিকেট জীবনে প্রথম বার বিশ্বকাপের কোনও ম্যাচে খেলতে পারলেন না ‘চাকদহ এক্সপ্রেস।’ জানা গিয়েছে, পেশির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জেতার পরে অধিনায়ক মিতালি রাজ জানিয়েছিলেন, প্রথম এগারোতে নেই ঝুলন। কিন্তু কেন সেটা বলেননি। পরে জানা যায়, পেশির চোটে কাবু অভিজ্ঞ বোলার। খেলার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তাঁর জায়গায় মেঘনা সিংহকে নেওয়া হয়েছে দলে। ঝুলন না খেলায় কিছুটা হলেও পিছিয়ে ভারত। কারণ তাঁর অভিজ্ঞতা দলের অন্যতম বড় সম্পদ।
এটি ঝুলনের পঞ্চম বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপে এখনও পর্যন্ত এক টানা ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে ৩৫তম ম্যাচ হত তাঁর। মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে গত সপ্তাহেই ২০০ এক দিনের ম্যাচ খেলেছেন ঝুলন। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ মিতালি।
চলতি বিশ্বকাপে একের পর এক নজির গড়ে চলেছেন ঝুলন। এর আগেই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। তার পর মেয়েদের এক দিনের ক্রিকেটে ২৫০ উইকেট নিয়েছেন। মেয়েদের ক্রিকেটে ঝুলনই এক মাত্র বোলার যাঁর ২০০-র বেশি উইকেট রয়েছে।