BCCI

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, সেমিফাইনালে উঠলেন তিতাসরা

গ্রুপের তিনটি ম্যাচের দু’টিই ভেস্তে গেল বৃষ্টিতে। তবু এমার্জিং কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। বৃষ্টির কারণে শনিবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচও হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৪:০৩
Share:

হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলারদের উচ্ছ্বাস। ছবি: টুইটার

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ভেস্তে গেল। শনিবার সকাল ১১টা থেকে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হল না। নেপালের বিরুদ্ধে ভারতের আগের ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে প্রথম ম্যাচে হংকংকে হারানোয় ভারত উঠে গিয়েছে সেমিফাইনালে। পাকিস্তান একটি ম্যাচ জেতায় তারাও সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানেরও দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

Advertisement

হংকংয়ের মং ককে খেলাগুলি হচ্ছে। ধারাবাহিক বৃষ্টি হচ্ছে সেখানে। শেষ তিন দিন একটিও ম্যাচ খেলা হয়নি। ছ’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার আগেও একটি ম্যাচ বৃষ্টিতে খেলা হয়নি। ১৩ জুন প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল হংকংয়ের। সেই ম্যাচে হংকংকে মাত্র ৩৪ রানে অলআউট করে দেয় ভারত।

এমার্জিং কাপে ভারতের দলে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলার বোলার তিতাস সাধু। তিনি প্রথম ম্যাচে ২ ওভারে একটি উইকেট নেন। তবে ম্যাচের নায়ক হয়েছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। তিনি তিন ওভারে দুই রানে পাঁচটি উইকেট নেন। জবাবে ইউ ছেত্রীর অপরাজিত ১৬ এবং গোঙ্গাডি তৃষার অপরাজিত ১৯ রানের সৌজন্যে ৯ উইকেটে ম্যাচটি জেতে ভারত। নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ এবং পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে পারেনি বৃষ্টির কারণে।

Advertisement

সেমিফাইনালের খেলাগুলি হবে সোমবার। ভারত কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। ফাইনাল হবে ২১ জুন, বুধবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement