India vs Pakistan

এশিয়া কাপে টানা তিন দিন মাঠে নামতে হতে পারে রোহিতদের, কেন?

রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। তার পরেই সূচিতে তালগোল পাকিয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে, টানা তিন দিন মাঠে নামতে হতে পারে রোহিতদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনও কারণে খেলা আয়োজন করা সম্ভব না হলে বা আংশিক খেলা হলে সোমবার সেই ম্যাচ শেষ করা হবে। কিন্তু সেই ব্যবস্থা করতে গিয়ে ভারতকেই বিপদে ফেলে দিয়েছে আয়োজকেরা। যা পরিস্থিতি, তাতে টানা তিন দিন মাঠে নামতে হতে পারে রোহিত শর্মাদের।

Advertisement

সুপার ফোরে পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে-র কথা শুক্রবার আচমকাই ঘোষণা করা হয়েছিল। শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দেশ তার বিরোধিতাও করেছে। কিন্তু আয়োজকেরা পাত্তা দেয়নি। কোনও কারণে রবিবার যদি ভারত-পাকিস্তান খেলা সম্পূর্ণ না হয়, তা হলে সোমবার আবার দু’দেশকে মাঠে নামতে হবে।

এমন হলে বিপদ ভারতের। কারণ, মঙ্গলবার তাদের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। রবিবার ম্যাচ সম্পূর্ণ না হলে সোমবারে আবার খেলতে নামতে হবে রোহিতদের। আবার মঙ্গলবারও ম্যাচ রয়েছে। সে ক্ষেত্রে পর পর তিন দিন খেলবেন রোহিতেরা, যা শারীরিক ভাবে তাঁদের বিধ্বস্ত করে দেবে বলেই অনেকে মনে করছেন। সূচি যা, তাতে মঙ্গলবারের ম্যাচ পিছনো সম্ভব নয়। ফলে আগামী তিন দিন রোহিতদের সামনে কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে।

Advertisement

শুক্রবার প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে, ‘‘খারাপ আবহাওয়ার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে তা ১১ সেপ্টেম্বর হবে।’’ বলা হয়, ১০ সেপ্টেম্বর যে অবস্থায় খেলা বন্ধ হবে, ১১ সেপ্টেম্বর সেই অবস্থা থেকে খেলা শুরু হবে। ১০ তারিখের টিকিট দেখিয়েই ১১ তারিখ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকও।

তার পর শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রকাশ্যে সিদ্ধান্তের বিরোধিতা করে। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরুসিঙ্ঘের দাবি, তাঁদের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এটা ঠিক নয়। আমাদের ম্যাচেও অতিরিক্ত একটা দিন দেওয়া উচিত ছিল। কিন্তু এটা নিয়ে কিছু বলতে চাই না। ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে। যদি আমাদের মতামত চাইত, তা হলে নিশ্চয়ই দিতাম।”

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ দিন নিয়ে বিস্মিত হন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডও। বলেন, “অবাক করা ব্যাপার। প্রথম বার শুনেই চমকে গিয়েছিলাম। আমরা তো প্রতিযোগিতার আয়োজক নই। তাই এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।”

সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ টুইট করেন, “যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে তা হলে চূড়ান্ত লজ্জাজনক। আয়োজকরা প্রতিযোগিতা নিয়ে ছেলেখেলা করছেন। একটা প্রতিযোগিতায় কোনও ভাবেই দুটো দলের জন্যে আলাদা নিয়ম হতে পারে না। যদি সঠিক বিচারের কথা বলেন, তা বলে আমি চাইব প্রথম দিন এবং রিজার্ভ দিন দুটোই যেন বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিন যেন আরও বেশি বৃষ্টি হয়। এই নোংরা পরিকল্পনা যাতে কোনও ভাবে সফল না হয় সেটাই চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement