india cricket

India Vs South Africa 2021-22: টেস্ট জিতেও শাস্তি, মন্থর বোলিংয়ের জন্য জরিমানা কোহলীদের, কাটা গেল পয়েন্টও

পয়েন্ট কাটা হলেও পয়েন্টের শতাংশের হিসেবে বিশাল কিছু পরিবর্তন হবে না কোহলীদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চার নম্বরেই থাকবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১২:৪২
Share:

জরিমানা কোহলীদের ছবি: টুইটার

প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নে টেস্ট জিতলেও শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলকে। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে বিরাট কোহলীদের। তার থেকেও বড় কথা, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা গিয়েছে ভারতের।

Advertisement

প্রথম টেস্ট শেষে ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ভারতের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেন। কোহলী এই নির্দেশের বিরুদ্ধে কোনও আবেদন না করায় শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি আচরণবিধির ২.২২ নম্বর ধারা অনুযায়ী প্রতি ওভার দেরি হলে জরিমানা হিসেবে সংশ্লিষ্ট দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

সেই সঙ্গে পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১ ধারা অনুযায়ী প্রতি বার মন্থর বোলিংয়ের জন্য দোষী প্রমাণিত হলে ১ পয়েন্ট করে কাটা হবে। সেই নিয়মে কোহলীদের ১ পয়েন্ট কাটা হয়েছে।

Advertisement

অবশ্য পয়েন্ট কাটা হলেও পয়েন্টের শতাংশের হিসেবে বিশাল কিছু পরিবর্তন হয়নি কোহলীদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চার নম্বরেই রয়েছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement