India vs Australia

শুধু শেষ বলে জয়ই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড গড়লেন সূর্যেরা, কোন কীর্তি গড়ল ভারত?

বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াল ভারত। তরুণ দল নিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ২ উইকেটে। রেকর্ড রান তাড়া করে জিতেছে সূর্যের দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১০:১২
Share:

ভারতের জয়ের দুই কাণ্ডারী সূর্য (বাঁ দিকে) এবং ঈশান। ছবি: পিটিআই।

বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াল ভারত। তরুণ দল নিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ২ উইকেটে। সূর্যকুমার যাদব এবং ঈশান কিশন বড় রান করেন। ২০৯ রান তাড়া করে জিতে যায় ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।

Advertisement

চার বছর আগে, ২০১৯-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হায়দরাবাদে ২০৮ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই ছিল এত দিন ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়। সেই রেকর্ড বৃহস্পতিবার রাতে ভেঙে গেল বিশাখাপত্তনমে। এই নিয়ে টি-টোয়েন্টিতে পাঁচ বার দুশোর বেশি রান তাড়া করে জিতল ভারত।

২০০৯ সালে প্রথম বার দুশোর বেশি রান তাড়া করে জিতেছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে ২০৭ রান তাড়া করে জিতেছিল তারা। এর পর ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছিল ২০২ রান তাড়া করে। তার পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে রান তাড়া করে জয়। ২০২০ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২০৪ রান তাড়া করে জিতেছিল ভারত। তবে সব ছাপিয়ে গেল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রান তাড়া করা।

Advertisement

আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার জশ ইংলিস দুরন্ত শতরান করেন। বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। দিনের শেষে অবশ্য সেই শতরান কাজে লাগেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement