Border-Gavaskar Trophy 2024-25

বল ফস্কাতেই সতীর্থকে কিল! মাঠে নেমেই আবার মেজাজ হারালেন রোহিত, কী হল ভারতের প্রস্তুতি ম্যাচে

ভারতীয় দলে রয়েছেন তিন জন উইকেটরক্ষক। পন্থ, রাহুল এবং ধ্রব। তবু প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় অন্য এক ব্যাটারকে। তিনি একটি বল ধরতে না পারায় মেজাজ হারান রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মা আছেন নিজের মেজাজেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও মেজাজ হারালেন ভারতীয় দলের অধিনায়ক। এক সতীর্থ বল ফস্কাতেই তাঁর পিঠে কিল মেরে বসলেন রোহিত।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলে রয়েছেন তিন জন উইকেটরক্ষক। ঋষভ পন্থ, লোকেশ রাহুল এবং ধ্রব জুরেল। তবু প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় সরফরাজ খানকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ইনিংসের ২৩তম ওভারে বোলার ছিলেন হর্ষিত রানা। ওভারের পঞ্চম বলে পুল করার চেষ্টা করেও ব্যর্থ হন অলিভার ডেভিস। বল চলে যায় উইকেটরক্ষক সরফরাজের কাছে। বলের উচ্চতা একটু বেশি ছিল। তবে কঠিন ছিল না। সরফরাজের হাত বলের কাছে পৌঁছলেও ধরতে পারেননি। তরুণ ব্যাটার বল ফস্কাতেই বিরক্ত হন রোহিত। সকলকে অবাক করে তরুণ সতীর্থের পিঠে কিল মেরে বসেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সরফরাজ বল ফস্কানোয় রোহিত যে খুব রেগে গিয়েছিলেন তা নয়। তিনি আসলে খানিকটা রসিকতা করেই কিল মারেন। স্লিপে ফিল্ডিং করলেও এমন উচ্চতায় ক্যাচ ধরতে হতে পারে। সম্ভবত সে কারণেই রোহিত কিছুটা বিরক্ত হন সরফরাজের উপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement