Border-Gavaskar Trophy 2024-25

ভারতকে ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া, যশস্বীদের থামাতে পরিকল্পনা তৈরি, হুঁশিয়ারি অজি বোলারের

প্রথম টেস্ট হারলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ভারতের ব্যাটারদের নিয়ে পরিকল্পনা তৈরি করেছে তারা। দিন-রাতের টেস্টে অতীত রেকর্ডও সঙ্গে রয়েছে কামিন্সদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

পার্‌থে প্রথম টেস্টে ২৯৫ রানের হারের জন্য ভীত নয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষেই মাঠে নামবেন প্যাট কামিন্সেরা। ভারতীয় দলকে বাড়তি সমীহ করেও নারাজ তাঁরা। দ্বিতীয় টেস্টের পাঁচ দিন আগে জানিয়েদিলেন স্কট বোল্যান্ড।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে খেলেননি বোল্যান্ড। দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। জশ হেজলউড চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশে আসতে পারেন বোল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে মাঠে নামার আগে তিনি বলেছেন, ‘‘আমাদের সাজঘরে আতঙ্কের পরিবেশ নেই। পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে। দলের পারফরম্যান্সের পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আলোচনা হচ্ছে। সবাই সব ম্যাচে ভাল খেলতেই চায়। এটা ঠিক আমরা একটা ম্যাচ হেরেছি। তবু মনে হয় না, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’’

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা হবে গোলাপি বলে। দ্বিতীয় টেস্টের আগে পার্‌থে ভারতের দুই সফল ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বোল্যান্ড। অস্ট্রেলিয়ার জোরে বোলার বলেছেন, ‘‘ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলোচনা করেছি। সকলের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছে। কী পরিকল্পনা হয়েছে, তা বলতে পারব না। আমরা অবশ্যই অন্য ভাবে খেলার চেষ্টা করব। প্রথম টেস্টে যশস্বী সত্যিই খুব ভাল ব্যাট করেছে। রাহুলও বেশ ভাল ব্যাট করেছে। আমরা আরও আলোচনা করব সামনের কয়েক দিন। পরিকল্পনায় কিছু বদলও হতে পারে। প্রথম টেস্টে কিন্তু আমরা খুব খারাপ খেলিনি। আমি আত্মবিশ্বাসী পরের টেস্টে আমরা তার থেকে অনেক ভাল খেলব।’’ বোল্যান্ড মনে করিয়ে দিয়েছেন, দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে ১১টিতে জিতেছে তারা। টানা ১১টি টেস্ট জয়ের পর শেষ দিন-রাতের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে অ্যাডিলেডের ২২ গজে ৭টি টেস্টের সবগুলিই জিতেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement