বিরাট কোহলি। ছবি: আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর পর উইকেট পেয়েছেন বিরাট কোহলি। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আউট করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। বোলার কোহলির সাফল্যের রহস্য ফাঁস করে দিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।
নিয়মিত বোলিং করেন না কোহলি। এ বারের বিশ্বকাপে দীর্ঘ দিন পর বল করতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। বিশ্বকাপে নিজের প্রথম উইকেটও পেয়েছেন। তা-ও আবার প্রতিপক্ষ দলের অধিনায়ক তথা অন্যতম সেরা ব্যাটারকে আউট করেছেন। এডওয়ার্ড নেদারল্যান্ডসের অধিনায়ক হলেও আদতে অস্ট্রেলীয় ক্রিকেটার। কোহলির বল তাঁর ব্যাট ছুঁয়ে জমা পড়েছিল উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। কোন কৌশলে এডওয়ার্ডসকে আউট করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক? জানিয়েছেন মামব্রে।
ভারতীয় দলের বোলিং কোচ বলেছেন, ‘‘উইকেটটা একটা সুন্দর বোঝাপড়ার ফসল। কোহলিকে উইকেট নিতে দেখা দারুণ ব্যাপার। দেখলাম, কোহলি কিছুটা লেগ স্টাম্পের দিকে বল করার পরিকল্পনা করছে। রাহুলকেও বুঝিয়ে দিয়েছিল কোথায় বল ফেলতে চাইছে। দু’জনের দারুণ বোঝাপড়াতেই উইকেটটা পেয়েছে।’’
মামব্রে জানিয়েছেন, বোলার কোহলিকে ব্যবহার করার ব্যাপারে আগে কথা বলেছিলেন রোহিত শর্মার সঙ্গে। তিনি বলেছেন, ‘‘রোহিতের সঙ্গে কথা বলেছিলাম। কোহলি নতুন বলে ছোট ছোট সুইং করাতে পারে। যেটা পাওয়ার প্লের সময় কার্যকর হতে পারে। কোহলিকে মাঝের ওভারে ব্যবহার করা যেতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেমন করা হয়েছে। নিজের কাজটা একদম ঠিক ভাবে করেছে। এ বার বোলার কোহলিকে শেষের দিকের ওভারেও ব্যবহার করার কথা ভাবতে পারি আমরা। দেখা যাক কেমন হয়। আমার তো মনে হচ্ছে, ভালই করবে কোহলি। ডানহাতি ব্যাটারদের দারুণ ইয়র্কার দিতে পারে কোহলি। যেটা আমাদের অস্ত্র হতে পারে।’’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বোলার কোহলিকে কী ভাবে দেখা যাবে, তা জানাতে চাননি মামব্রে। তাঁর বক্তব্য, কোহলি বল করবেই এমন নয়। প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হবে।