U19 Asia Cup 2024

বৈভবের দাপটে ছোটদের এশিয়া কাপ ফাইনালে ভারত, রবিবার প্রতিপক্ষ বাংলাদেশ

পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়া ভারত চলে গেল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে। অন্য দিকে, বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৫
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল মহম্মদ আমানের দল। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ ভারতের। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ফাইনাল রবিবার।

Advertisement

ছোটদের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে পারল না শ্রীলঙ্কা। ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। আয়ুষ মাত্রে ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার বৈভব আরও বিধ্বংসী মেজাজে ছিল। ১৩ বছরের বিহারের ব্যাটার ৩৬ বলে করল ৬৭ রান। ৬টি চার এবং ৫টি ছক্কা এল ১ কোটি ১০ লাখ টাকার ব্যাটারের ব্যাট থেকে। প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচে তেমন রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বৈভবকে। ১৩ বছরের কিশোর আবারও ব্যাট হাতে প্রমাণ করে দিল রাহুল দ্রাবিড়েরা তাঁর উপর বিনিয়োগ করে ভুল করেননি। এ ছাড়াও ভাল ব্যাট করলেন সি আন্দ্রে সিদ্ধার্থ (২২), আমান (অপরাজিত ২৫) এবং কেপি কার্তিকেয় (অপরাজিত ১১)। শ্রীলঙ্কার কোনও বোলারই ভারতীয়দের আগ্রাসী ব্যাটিং থামাতে পারেননি। কিছুটা ভাল বল করেছেন প্রবীণ মনীষা। তিনি ২৭ রানে ১ উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক বিহাস থেউমিকা। কিন্তু সুবিধা করতে পারেননি দ্বীপরাষ্ট্রের ব্যাটারেরা। ৪৬.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৭৩ রানের ইনিংসে বলার মতো খেলেছেন শুধু দু’জন। তিন নম্বরে ব্যাট করতে নামা শারুজন শন্মুগনথন করেন ৭৮ বলে ৪২। তবে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় পাঁচ নম্বরে নামা লকভিন আবেসিংঘের ১১০ বলে ৬৯ রান।

Advertisement

ভারতের কোনও বোলারের বিরুদ্ধেই তেমন সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। আমনের দলের সফলতম বোলার চেতন শর্মা ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। বাংলার জোরে বোলার যুধাজিৎ গুহও সাফল্য পেলেন। ১৯ রানে ১ উইকেট তাঁর। ৩২ রানে ২ উইকেট কিরণ চোরমালের। ৩৭ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন আয়ুষ।

প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল করে ৩৭ ওভারে ১১৬ রান। সর্বোচ্চ ফারহান ইউসুফের ৩২। বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ উইকেট তাঁর। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক আজ়িজুল হাকিম। তিনি ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement