BGT 2024-25

রিভার্স স্কুপে নীতীশের ছক্কা! বাক্‌রুদ্ধ বোলার, ছাপিয়ে গেলেন পার্‌থের পন্থকেও

অ্যাডিলেডে প্রথম দিনের শেষে আলোচনায় নীতীশের মারা একটি ছক্কা। স্টার্কের ৬ উইকেটের কৃতিত্বও ঢাকা পড়ে যাচ্ছে রিভার্স স্কুপে মারা নীতীশের ছয়ের আলোচনায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭
Share:

রিভার্স স্কুপে ছয় মারার মুহূর্তে নীতীশ কুমার রেড্ডি। ছবি: এক্স (টুইটার)।

পাঁচ দিনের ক্রিকেটে ২০ ওভারের ক্রিকেটের শট। অ্যাডিলেডে ভারতীয় দলের ব্যাটিং ভরাডুবির মধ্যে এক শটে মন জিতে নিলেন নীতীশ কুমার রেড্ডি। স্কট বোল্যান্ডকে রিভার্স স্কুপে ছক্কা মেরেছেন নীতীশ।

Advertisement

মিচেল স্টার্কের ৬ উইকেট নেওয়াকে ছাপিয়ে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের প্রথম দিনের শেষে আলোচনায় উঠে এসেছে নীতীশের ছক্কা। নীতীশের হাতে ছক্কা খেয়ে এক রকম বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলেন বোল্যান্ড।

পার্‌থ টেস্টে প্যাট কামিন্সকে প্রায় বসে স্কুপ করে ছয় মেরেছিলেন ঋষভ পন্থ। অনেকটা সে ভাবেই বোল্যান্ডের বল মাঠের বাইরে পাঠিয়েছেন নীতীশ। ভারতের ইনিংসের ৪২তম ওভারের দ্বিতীয় বলটি খারাপ করেননি বোল্যান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে বল রেখেছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার। নীতীশ দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে পয়েন্ট এবং গালির মাঝামাঝি অংশ দিয়ে রিভার্স স্কুপে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। নীতীশের এই শট দেখে হেসে ফেলেন ২২ গজের অন্য প্রান্তে থাকা যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা বিশ্বাসই করতে পারছিলেন না। এক রকম হতভম্ব হয়ে যান বোল্যান্ড। নীতীশের এই শট পার্‌থে মারা পন্থের শটের সঙ্গে তুলনীয়।

Advertisement

নীতীশের ছয় দেখে উচ্ছ্বাস গোপন করেননি অ্যাডিলেড টেস্টের ধারাভাষ্যকারেরাও। গাওস্কর বলেন, ‘‘পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নীতীশ নিজেকে দারুণ ভাবে প্রয়োগ করেছে। অসাধারণ রিভার্স স্কুপ। আগ্রাসী ব্যাটিং করছিল। ফিল্ডারেরা প্রায় সকলে ৩০ গজের মধ্যে ছিল। দারুণ ভাবে সুযোগ কাজে লাগিয়েছে নীতীশ। রিভার্স স্কুপ মারার জন্য সঠিক বল বেছে নেওয়ার পাশাপাশি ঠিক জায়গায় নিজের পা নিয়ে যেতে পেরেছে। ২২ বছরের তরুণের কাছে এমন সাহসী শট দেখা যায় না। বিশেষ করে যে সবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। ভীষণ আত্মবিশ্বাসী দেখাচ্ছে ব্যাট হাতে। আত্মবিশ্বাস না থাকলে এমন শট মারা যায় না।’’

অ্যাডিলেডে নীতীশের ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৪২ রানের ইনিংস। ৩টি করে চার এবং ছক্কা মেরেছেন তরুণ অলরাউন্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement