মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র
অবসরের চার বছর পরেও ভারতীয় দলে রয়ে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি সশরীরে না থাকলেও তাঁর চিন্তা-ভাবনা দলে রয়ে গিয়েছে। এখনও তাঁর দেখানো পথই অনুসরণ করেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই পথে হেঁটেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ছিল চেন্নাইয়ে। সেই মাঠ যা বছরের দু’মাস ধোনির কব্জায় থাকে। এই মাঠেই নিজেদের হোম ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস। আর আইপিএল যাঁরা দেখেন তাঁরা জানেন চিপকে গিয়ে হলুদ জার্সিধারীদের হারানো মুখের কথ নয়। তার সব থেকে বড় কারণ এই মাঠের পিচ। ধোনি তাঁর দলের শক্তির কথা মাথায় রেখে পিচ তৈরি করেন। গত দু’বছরে চেন্নাইয়ের বড় শক্তি দলের তিন স্পিনার মাহেশ থিকশানা, রবীন্দ্র জাডেজা ও মইন আলি। তাঁরা প্রত্যেকেই উইকেট লক্ষ্য করে বল করেন। সেই কারণে পিচ তাঁদের মতোই তৈরি হয়। বল পড়ে কিছুটা থমকে ব্যাটে আসে। পিচে পড়ে ঘোরে। ফলে সমস্যায় পড়েন ব্যাটারেরা।
ধোনির পরিকল্পনা কাজে লাগিয়েছে ভারতীয় দলও। সেই কারণ চিপকের পিচে প্রতিদিন অল্প অল্প করে ঘাস কাটা হয়েছে। জল কম দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে ভারী রোলার। তার ফলে পিচ আরও শুষ্ক হয়েছে। পিচের কোথাও কোথাও স্পট তৈরি হয়েছে যেখানে বল পড়লে বেশি ঘুরবে। পিচের কথা মাথায় রেখে তিন প্রধান স্পিনারকে খেলিয়েছে ভারত। তাঁরা সফল হয়েছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসের প্রায় ঘণ্টা খানেক আগে পিচ দেখতে যান জাডেজা। তখনই তাঁর মুখে হাসি দেখা যায়। সতীর্থ হার্দিক পাণ্ড্যকে পিচের মধ্যে কয়েকটি জায়গা আঙুল দিয়ে দেখাচ্ছিলেন জাডেজা। হয়তো বলছিলেন, কোথায় বল ফেললে বেশি সুবিধা পাওয়া যাবে। বল করার তর সইছিল না জাডেজার। কেন, তা ম্যাচের মধ্যেই দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে একাই শেষ করেছেন তিনি। নিয়েছেন ৩ উইকেট।
ইনিংসের মাঝে জাডেজা বলেছেন, ‘‘এই পিচ আমি খুব ভাল ভাবে চিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে যে ভাবে বল করি সেই কাজটাই করেছি। উইকেটে বল রেখেছি। জানতাম ভাল জায়গায় বল রাখলে উইকেট পাব। সেটাই হয়েছে। ৩ উইকেট পেয়েছি।’’
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অস্ট্রেলিয়াও জানত যে পিচে ঘূর্ণি থাকবে। জানত, ভারতীয় স্পিনারদের সামনে খেলতে সমস্যা হবে। সে ভাবেই তৈরি হয়েছে তারা। কিন্তু তার পরেও পারেনি। ভারতীয় স্পিনারদের সামনে আত্মসমর্পণ করেছেন স্মিথ, লাবুশেন, ওয়ার্নারেরা। ঠিক যে ভাবে সব জেনেও আইপিএলে ধোনির চেন্নাইয়ের কাছে আত্মসমর্পণ করে বাকি দল। গুরুর মন্ত্র ধার করেই এগিয়ে চলেছেন বিরাট, রোহিতেরা। পাচ্ছেন সাফল্য।