ইংল্য়ান্ডকে হারানোর উচ্ছ্বাস হরমনপ্রীতদের। ছবি: টুইটার।
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবার অ্যামি জোনসদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। ভারতের পাঁচ উইকেটে ৩৩৩ রানের জবাবে আয়োজকদের ইনিংস শেষ হল ২৪৫ রানে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অনবদ্য শতরান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। তাঁর অপরাজিত ১৪৩ রানের ইনিংসের সুবাদে জোনসদের বিরুদ্ধে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারতীয় মহিলা দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে চওড়া হয়ে উঠল হরমনের ব্যাট। ১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করলেন না ভারতীয় দলের অধিনায়ক। মারলেন ১৮টি চার এবং চারটি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে শেষ চার ওভারে ভারতীয় দল তুলল ৭১ রান। শেষ দিকে হরমনকে যোগ্য সঙ্গত করলেন দীপ্তি শর্মা। তাঁর ন’বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি চার। হরমনের সঙ্গে তাঁর জুটিতে ৫০ রান উঠল ওভার প্রতি ১৭.৭৫ রানের গড়ে। যা মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ।
রান পেলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও। ওপেন করতে নেমে স্মৃতি করলেন ৫১ বলে ৪০ রান। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার এবং একটি ছয়। বুধবারের দিন-রাতের ম্যাচে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী অবশ্য হার্লিন দেওল। অলরাউন্ডার হার্লিন পাঁচটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে করলেন ৭২ বলে ৫৮ রান। যদিও এই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না ওপেনার শেফালি বর্মা (আট)। ভাল শুরু করেও দ্রুত সাজঘরে ফিরলেন যষ্ঠিকা ভাটিয়া (৩৪ বলে ২৬)। পুজা বাস্তুকারও ১৬ বলে ১৮ রান করে আউট হলেন।
ভারতীয়দের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। আয়োজকদের সফলতম বোলার চার্লি ডিন ৩৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। তাঁর পর সফলতম সোফি একলেস্টোন ৬৪ রানে এক উইকেট নিয়েছেন। বুধবার এক দিনের ম্যাচে অভিষেক হওয়া জোরে বোলার লরেন বেল ৭৯ রান দিয়ে এক উইকেট নেন। যা কোনও অভিষেককারী বোলারের দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। মাত্র পাঁচ জন বোলার নিয়ে খেলতে নামায় তেমন বিকল্পও ছিল না জোনসের হাতে। টস জিতেও তাই তিনি সুবিধা করতে পারলেন না।
জবাবে শুরুটাই ভাল করতে পারেনি ইংল্যান্ড। মিডল অর্ডার ব্যাটাররা পাল্টা লড়াইয়ের চেষ্টা করলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছতে দিতে পারলেন না। ওপেনার ট্যামি বিউমন্ট (ছয়) এবং এমা ল্যাম্ব (১৫) দ্রুত সাজঘরে ফিরে যান। তিন নম্বরে নেমে ব্যর্থ সোফিয়া ডাঙ্কলেও (এক)। ৪৭ রানে তিন উইকেট হারানোর পর ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন অ্যালিস ক্যাপসি এবং ড্যানি ওয়াট। ক্যাপসি ৩৬ বলে ৩৯ করেন ৬টি চারের সাহায্যে। ড্যানি ছিলেন তুলনায় বেশি আগ্রাসী। তাঁর ৫৮ বলে ৬৫ রানের ইনিংসটিও ছ’টি চার দিয়ে সাজানো। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক জোন্স করেন ৫১ বলে ৩৯ রান। তিনটি চার এবং একটি ছয় মারেন তিনি। তাঁর পর ইংল্যান্ডের কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। শেষ পর্যন্ত ইংল্যান্ডের মহিলা দলের ইনিংস শেষ হল ৪৪.২ ওভারে ২৪৫ রানে। যদিও দশম উইকেটে চার্লি ডিন (৩৭) এবং লরেন বেল (অপরাজিত ১১) যোগ করেন ৩৪ রান।
ভারতীয় ব্যাটারদের পর বোলাররাও ভাল পারফরম্যান্স করলেন। রেনুকা সিংহ ৫৭ রান দিয়ে নিলেন চার উইকেট। ৪০ রান দিয়ে এক উইকেট দীপ্তির। দয়ালান হেমলতা ছয় রান খরচ করে তুলে নিলেন দু’টি উইকেট। শেফালিও পাঁচ রান দিয়ে একটি উইকেট নিলেন। ভাল বল করলেও এই ম্যাচে উইকেট পেলেন না ঝুলন গোস্বামী। বাংলার জোরে বোলার সাত ওভার বল করে দিলেন ৩১ রান।