india cricket

Women’s World Cup 2022: সেমিফাইনালের পথ কঠিন মিতালিদের, কোন অঙ্কে শেষ চারে যেতে পারে ভারত

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা পাকা করেছে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তার পরেই দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৭। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের আর কোনও খেলা বাকি নেই। তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৩:২৯
Share:

ভারতের সেমিফাইনালের অঙ্ক কঠিন ফাইল চিত্র।

বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ভারতের সমীকরণ বদলে গেল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে সেমিফাইনালের অঙ্কটা ছিল অন্য রকম। অপেক্ষাকৃত শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারলে শেষ চারে যাওয়া অনেক সহজ হত মিতালি রাজদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেস্তে যাওয়ায় অঙ্ক কঠিন হয়ে গেল। এই পরিস্থিতিতে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে। অবশ্য কোনও কারণে খেলা ভেস্তে গেলেও সেমিতে চলে যাবে ভারত। তবে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবেন মিতালিরা।

Advertisement

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা পাকা করেছে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তার পরেই দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৭। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের আর কোনও খেলা বাকি নেই। তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের শেষ ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। ভারতের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই মুহূর্তে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন মিতালি-ঝুলনরা। শেষ ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে ৮। সে ক্ষেত্রে শেষ চারে পৌঁছে যাবেন তাঁরা।

Advertisement

যদি কোনও কারণে ভারতের ম্যাচ ভেস্তে যায় তা হলেও সেমিতে যেতে তাদের সমস্যা হবে না। কারণ ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পাবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় নেট রানরেট বিচার করা হবে। এই মুহূর্তে ভারতের নেট রানরেট +০.৭৬৮। ওয়েস্ট ইন্ডিজের -০.৮৯০। তাই নেট রানরেটের বিচারে অনেক এগিয়ে ভারত। হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement