ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
আইপিএল খেলবেন ঋষভ পন্থ। তিনি খেলতে পারবেন শুনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খুশি ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও। কারণ আইপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় পন্থ যদি উইকেটরক্ষক হিসাবে নিজের জায়গা পাকা করে নিতে পারেন তাহলে কিন্তু তিন ক্রিকেটারের চিন্তার কারণ হতে পারে।
ঈশান কিশনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। বার্ষিক চুক্তিতেও রাখা হয়নি। আগামী দিনে আইপিএলে ভাল খেললে তাঁকে দলে ফেরানো হতে পারে বলা হয়েছে। তিনি যদি দলে থাকেন তাহলে উইকেটরক্ষক নিয়ে আর ভাবতে হবে না ভারতকে। কিন্তু তিনি ওপেনার। তাই দলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে তাঁর। এই তালিকায় তাই ঈশানকে রাখা হল না।
সঞ্জু স্যামসন: আইপিএলে ভাল খেললে সঞ্জুর সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। কিন্তু পন্থ সুযোগ পেলে তাঁর সুযোগ পাওয়া কঠিন হবে। লোকেশ রাহুল উইকেটরক্ষক হিসাবে যদি খেলেন আর পন্থ যদি থাকেন তাহলে আর কোনও উইকেটরক্ষক নেবে না ভারত। সে ক্ষেত্রে ভাল খেললেও বাদ পড়তে পারেন স্যামসন।
ধ্রুব জুরেল: ভারতের হয়ে টেস্ট দলে অভিষেক হয়েছে জুরেলের। প্রথম ম্যাচ থেকেই মন জয় করে নিয়েছেন তিনি। তরুণ উইকেটরক্ষককে সাদা বলের ক্রিকেটেও ভাবা হতে পারে। আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের জন্যও তাঁর নাম আলোচনায় উঠে আসতে পারত। কিন্তু পন্থ সুস্থ হয়ে যাওয়ায় লড়াই কঠিন হয়ে গেল তাঁর জন্য।
জীতেশ শর্মা: পন্থের অনুপস্থিতি ভারত ভরসা রেখেছিল জীতেশের উপর। কিন্তু পন্থ ফিরতে কপাল পুড়ল তাঁরও। বিশ্বকাপের দলে রিঙ্কু শর্মার সঙ্গে তাঁরও সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন জীতেশের সুযোগ পাওয়াই কঠিন হয়ে গেল।