এক দিনের বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।
বিশ্বকাপ শুরু হতে বাকি দু’সপ্তাহেরও বেশি। কিন্তু তর সইছে না একটি দেশের। বুধবারই ভারতে চলে আসছে তারা। এ দেশেই বিশ্বজয়ের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছে তারা। বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রস্তুতি শিবির।
বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। বিভিন্ন দেশ এখনও প্রস্তুতি সিরিজ় বা প্রতিযোগিতা খেলতে ব্যস্ত। তেমন ব্যস্ততা নেই নেদারল্যান্ডসের। তাই তারা বিশ্বকাপের প্রস্তুতি সারতে একটু আগেই চলে আসছে ভারতে। বুধবার সকালে বেঙ্গালুরুতে এসে পৌঁছবেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। বৃহস্পতিবার থেকে আলুরে শুরু হবে প্রস্তুতি শিবির।
নেদারল্যান্ডসের প্রথম প্রস্তুতি ম্যাচ ৩০ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুর শিবিরে থাকবেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। নেদারল্যান্ডসের দ্বিতীয় প্রস্ততি ম্যাচ হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে।
নেদারল্যান্ডস বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে তাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ ১২ নভেম্বর বেঙ্গালুরুতে। যোগ্যতাঅর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ়, স্কটল্যান্ডের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে নেদারল্যান্ডস। এ বার নিয়ে পঞ্চম বার বিশ্বকাপ খেলবে তারা।
বিশ্বকাপের প্রস্তুতির নেওয়ার জন্য এর আগে বিজ্ঞাপন দিয়েছিল নেদারল্যান্ডস। বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরের জন্য নেট বোলার চাওয়া হয়েছিল। ভারতীয় জোরে বোলার এবং স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে রায়ান টেন দুশখতের দল।