মিতালি রাজ। —ফাইল ছবি
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের স্বাদ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাজঘরে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর কেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন শোচনীয় হার? ভারত অধিনায়ক মিতালি রাজ দায়ী করেছেন ব্যাটিং ব্যর্থতাকে।
নিউজিল্যান্ডের ব্যাটাররা যে ভাবে জুটি বেঁধে ইনিংস তৈরি করেছেন, তাতে তাঁরা ২৭০ থেকে ২৮০ রান করবেন বলে মনে করেছিলেন মিতালি। কিন্তু বিশ্বকাপের আয়োজকদের ২৬০ রানে আটকে রাখায় বোলারদের প্রশংসা করেছেন মিতালি। ৬২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পরও মিতালি অবশ্য মনে করছেন, জয়ের লক্ষ্যে পৌঁছনো সম্ভব ছিল।
খেলার পর মিতালি বলেছেন, ‘‘তাড়া করার মতোই লক্ষ্য ছিল। আমাদের শুরুর দিকের ব্যাটাররা রান পায়নি। তার উপর পর পর উইকেট হারিয়ে চাপ বেড়ে যায়। এক জন ব্যাটারও দলকে ওই অবস্থা থেকে বের করতে পারেনি।’’ উল্লেখ্য মিতালি (৩১) এবং হরমনপ্রীত কউরের (৭১) জুটি খানিকটা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
উইকেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেননি মিতালি। বলেছেন, ‘‘উইকেটে শুরুতে বাউন্স থাকলেও দ্বিতীয় ইনিংসে একটু মন্থর হয়ে গিয়ে ছিল। ওদের বোলাররা সঠিক জায়গায় বল করে বাউন্স আদায় করছিল উইকেট থেকে। উইকেট খেলার অযোগ্য ছিল বলব না। আমরাই পারিনি খেলতে।’’
তিনি আরও বলেছেন, ‘‘আমাদের শুরুর এবং মাঝের ব্যাটারদের আরও আগ্রাসী ব্যাটিং করা উচিত। কারণ সব দলই এখানে ২৫০ থেকে ২৬০ রান তুলছে। বোলাররা অবশ্য ভাল পারফর্ম করেছে।’’ এ দিন একমাত্র হরমনপ্রীত আগ্রাসী ব্যাটিং করেন। মিতালি নিজেও ৩১ রান করতে নিয়েছেন ৫৬ বল।