তিনটি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে দু'নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে। কিন্তু ১৩৪ রান নিয়ে ঝুলনরা কতটা লড়তে পারবেন হেথার নাইটদের বিরুদ্ধে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
১৩৪ রানে শেষ মিতালি রাজদের ইনিংস। ছবি: টুইটার থেকে
ইংল্যান্ডের বিরুদ্ধে ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের। মেয়েদের বিশ্বকাপের মঞ্চে বুধবার মাত্র ১৩৪ রানে শেষ মিতালি রাজদের ইনিংস। শেষ বেলায় রিচা-ঝুলনের লড়াই কিছুটা লজ্জা বাঁচাল ভারতের।
মাউন্ট মাউনগানুইয়ে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল ভারত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে স্মৃতি মান্ধানা ছাড়া আর কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। মিতালি করেন ১ রান। দীপ্তি শর্মা কোনও রানই পাননি। হরমনপ্রীত কৌর, স্নেহ রানারা যখন একের পর এক ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন, তখন বাংলার রিচা ঘোষ (৫৬ বলে ৩৩ রান) এবং ঝুলন গোস্বামী (২৬ বলে ২০ রান) দলের হাল ধরেন। তাঁরা ৩৭ রানের জুটি গড়েন। ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান তাঁরা। শেষ পর্যন্ত ১৩৪ রানে থামতে হয় ভারতকে।
তিনটি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে দু'নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে। কিন্তু ১৩৪ রান নিয়ে ঝুলনরা কতটা লড়তে পারবেন হেথার নাইটদের বিরুদ্ধে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।